মনির আহমদ,কক্সবাজার :
কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলী রাস্তার মাথা এলাকায় গত ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় মুনতাহা (৬)নামক এক শিশুকে চাপা দেয় চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার। আহত শিশুটিকে তাৎক্ষনিকভাবে চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়।এদিকে শিশুটিকে চাপা দিয়ে পালানোর সময় এলাকার পথচারীরা কার গাড়ীটি আটক করে বরইতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিমের কাছে জিম্মায় রাখেন। কিন্তু শিশু হত্যাকারী প্রাইভেট কারটির জিম্মাদার মেম্বার রেজাউল করিম পরদিন শনিবার গোপন আঁতাত করে হারবাং ইনানী রিসোর্ট এলাকায় নিয়ে আর্থিক সুবিধা নিয়ে কার গাড়ীটি ছেড়ে দেন।পুলিশের কাছে অবহিত না করে গাড়ী ছেড়ে দেয়া হয়েছে এ খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে পালানোর সময় মহাসড়কের চুনতি এলাকা থেকে ফের গাড়ীটি আটক করে।
নিহত শিশু মুনতাহা লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মনির আহমদের কন্যা।ওই দিন মা- বাবার সংগে চকরিয়ার বরইতলী বাংগালীয়া পাড়ার নানার বাড়ীতে বেড়াইতে আসার সময় সড়ক দূর্ঘটনার স্বীকার হয় বলে জানা গেছে।
শিশু হত্যাকারী প্রাইভেট কারটি আটক করেছে হাইওয়ে পুলিশ
![](http://chakarianews.com/wp-content/uploads/2016/02/faloup.jpg)
পাঠকের মতামত: