ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঈদগাঁও গোমাতলী সড়কে ১৩ গ্রামের লক্ষাধিক মানুষের দূর্ভোগ

gomatoly roadসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,

কক্সবাজার সদরের ঈদগাঁও গোমাতলী সড়কের বেহাল দশা বিরাজ করছে। এবড়ো থেবড়ো সড়কের মাঝে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ইট কংকরের খোয়া উটে গিয়ে ছেঁড়া কাথার রূপ ধারণ করেছে। ২ ইউনিয়নের লক্ষাধিক মানুষের জনগুরুত্বপুর্ণ এ সড়কের করুণ দশা হলেও যেন দেখার কেউ নেই। বছরের শুরুতে এলজিইডি নামে মাত্র ২/১ শ মিটার সড়কের সংস্কার কাজ করলেও তা এখন বন্ধ রয়েছে। এলাকাবাসী সড়কটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এক তথ্যানুসন্ধানে জানা গেছে, কক্সবাজার এলজিইডির আওতাধীন ঈদগাঁও গোমাতলী সড়কটির শেষ ঠিকানা পোকখালী ইউনিয়নের গোমাতলী রাজঘাট পর্যন্ত। প্রায় ১৫ কি:মি এর এ সড়কটি বিগত সরকার কয়েক দফে এক তৃতীয়াংশ নির্মাণ কাজ শেষ করলেও অদৃশ্য কারণে সড়কের সংস্কারের কাজ বন্ধ রয়েছে। যার কারণে যান চলাচলতো দুরের কথা হেঁটে চলায় দুষ্কর হয়ে পড়েছে। অন্যদিকে ইসলামাবাদের বাঁশঘাটা থেকে পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী বাজার পর্যন্ত সড়কের একাধিক স্থানে গেল বর্ষায় সৃষ্টি হয়েছে ৫০ টির অধিক খানা খন্দক। এসব এলাকার মধ্যে ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুল গেইট, পাহাশিয়াখালী ষ্টেশন, টেকপাড়া বায়তুশ ্শরফ মসজিদ, ইছাখালী মাদ্রাসা গেইট, হিন্দু পাড়া, কবি নুরুল হুদার বাড়ির সামনের অংশ, নয়া বাজার, পোকখালী হাই স্কুল রোড মাথা, ব্রীজের গোড়া, পূর্ব গোমাতলী বার্মাইয়া পাড়া, বাংলা বাজার, পশ্চিম গোমাতলী বাজার, কাটাখালী ব্রীজ, উত্তর গোমাতলী রয়েছে। এসড়কে চলাচলরত অর্ধ শতাধিক সিএনজি- টমটম চালকদের দূর্ভোগ কিছুতেই কমছেনা। বিশেষ করে রোগী নিয়ে ঈদগাঁও বাজার যাওয়ার পথে হিমশিম খেতে হয়। অন্যদিকে ছোটখাট দূর্ঘটনা লেগেই আছে।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, এসড়কে গত ১ বছরে ছোট বড় শতাধিক দূর্ঘটনা ঘটেছে। তবে এতে কারো প্রাণহানী না ঘটলেও পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। এলাকার জন প্রতিনিধিদের অভিযোগ সড়কটি এলজিইডির হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ খবর রাখেনা। তারা আরো জানায়, এ সড়কে বর্তমানে যান চলাচল অনেকাংশে বেড়েছে। তবে পর্যাপ্ত আকারে স্পীটবেকার না থাকায় স্কুল মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীরা দূর্ঘটনার শিকার হচ্ছেন।

সূত্র জানায়, এ সড়ক দিয়ে গোমাতলী উচ্চ বিদ্যালয়, পশ্চিম গোমাতলী হোছাইনিয়া মাদ্রাসা, গোমাতলী মুনছেহেরিয়া মাদ্রাসা, পোকখালী কেজি স্কুল- হাই স্কুল, ইছাখালী দাখিল মাদ্রাসা, পাহাশিয়াখালী দাখিল মাদ্রাসা, মাষ্টার বখতার আহমদ স্কুল, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুল, এজি. লুৎফর কবির বালিকা মাদ্রাসাসহ বেশ কটি প্রতিষ্টানের কয়েক হাজার ছাত্রছাত্রী এবং ২ ইউনিয়নের প্রায় ১৩ গ্রাম যথাক্রমে উত্তর গোমাতলী, পশ্চিম গোমাতলী, পূর্ব গোমাতলী, সিকদার পাড়া, ঘোনা পাড়া, টেকপাড়া, ইছাখালী, পাহাশিয়াখালী, বোয়ালখালী, সাতজুলাকাটা, ইউছুপেরখীল, হিন্দুপাড়া, বাঁশঘাটার লোকজন চলাচল করেন। এলাকাবাসি জনগুরুত্বপূর্ণ সড়ক বিবেচনা করে সড়কটি দ্রুত উন্নয়নে কক্সবাজার এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: