ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শশা তাড়াবে তেলাপোকা

রকমারী ডেস্ক :::image-61181-1485593347

তেলাপোকার কারণে শোয়ার ঘর কিংবা রান্নাঘরে নাকানি-চোবানি খাননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এটি তাড়াতে বা ধ্বংস করতে চেষ্টা করলেও তেমন কোন লাভ হয়না। অনেকেই তেলাপোকা তাড়াতে বাজারের নানা স্প্রে ব্যবহার করেন। এতে লাভের চেয়ে বরং ক্ষতিই হয় বেশি। কেননা এসব স্প্রেতে নানা ধরণের বিষাক্ত পদার্থ থাকে, যা কোর কারণে খাবারে পরলে অসুখ হতে পারে। এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঘরোয়া উপায়ে তেলাপোকা তাড়ান।

এজন্য প্রথমেই দোকান থেকে কিছু অ্যালুমিনিয়ামের ফয়েল কিনে আনুন। তার মধ্যে ছোট ছোট করে শশা কেটে রেখে দিন রান্নাঘর কিংবা শোয়ার ঘরে। ফয়েল না পেলে অ্যালুমিনিয়ামের যেকোনো পাত্রে অর্থাৎ খালি ডিব্বা বা বাটিতে শশা কেটে রেখেদিন যেখানে তেলাপোকার উপদ্রব সব থেকে বেশি। দেখবেন, তেলাপোকা থেকে চটজলদি মুক্তি পাবেন।

বেশ কিছু গবেষণায় দেখা গেছে, অ্যালুমিলিয়ামের সঙ্গে শশার টুকরোর গন্ধ মিশে যে গন্ধ হয়- তা তেলাপোকার চির শত্রু। আর এই কারণেই শশার টুকরোয় ঘর থেকে বিদায় নেয় তেলাপোকা।

পাঠকের মতামত: