ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সড়কে চলাচলের নিরাপত্তায় আইন হবে : স্পিকার

অনলাইন ডেস্ক :::shirin

সড়কে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আইনটি যুগোপযোগী করে প্রণয়নের জন্য সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নিরাপদ সড়ক চাই-এর সপ্তম মহাসমাবেশে এসব কথা বলেন স্পিকার। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় স্লোগানে সমাবেশে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার করতে হবে। এ জন্য পরিবহন চলাচল ও ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: