ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় জাগরণ সমাজসেবক সংঘের উদ্যোগে ছাইরাখালী ও ভেওলায় গীতা শিক্ষালয় উদ্বোধন

Chakaria Pic 21-01-17এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়ায় জাগরণ সমাজসেবক সংঘের উদ্যোগে শনিবার ২১ জানুয়ারী সকালে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী জলদাশ পাড়া ও পুর্ববড় ভেওলা জলদাশপাড়া আলাদাভাবে গীতা শিক্ষালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জাগরণ সমাজসেবক সংঘের সভাপতি নরোত্তম জলদাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীনন্দ দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বাবু তপন কান্তি দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি লিটন দাশ।

বক্তব্য রাখেন জাগরণ সমাজসেবক সংঘের অর্থসম্পাদক ভুবন দাশ, সাংগঠনিক সম্পাদক সুবুধ দাশ, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক লিটন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক রুকেল দাশ, সহ-মহিলা বিষয়ক চিংকু দাশ, সহ সাংগঠনিক সম্পাদক তাজল দাশ, তথ্য ও প্রকাশনা সম্পাদক সজিব দাশ, পৌরসভা জাগরণ সমাজসেবক সংঘের অর্থসম্পাদক মৃত্যঞ্জয় দাশ শেখর, সাহারবিল ইউনিয়ন জাগরণ সমাজসেবক সংঘের সাধারণ সম্পাদক বিশ^জিৎ কুমার উৎফল, কালামোহন দাশ, হরিসেন দাশ, ফাসিয়াখালী সভাপতি মনিভদ্র দাশ, সব্রুত দাশ, রায় গোপাল দাশ।

অপরদিকে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের জলদাশপাড়ায় গীতা শিক্ষালয় উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্ব করেন কাজল দাশ। পরিচালনা করেন পুর্ববড় ভেওলা জাগরণ সমাজসেবক সংঘের সভাপতি দীপায়ন দাশ। এতে অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক সজিব ও অর্থসম্পাদক প্রসেনজিৎ। এতে স্বাগত বক্তব্য রাখেন সুকুমার, শিব দাশ, আয়ন দাশ।

পাঠকের মতামত: