ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ২১বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

atok,চকরিয়া  অফিস  ::
চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে আবদুল হামিদ (৪০) নামের হত্যা মামলার এক আসামিকে ২১বছর পর গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হামিদ ২১ বছর আগের একটি হত্যা মামলার পলাতক আসামি। তিনি সিকদারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে চকরিয়া কলেজের ছাত্র শেখ আহমদকে পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হন আবদুল হামিদ। এরপর তিনি পালিয়ে বিদেশ চলে যান।
চকরিয়া থানার উপ-পরিদর্শক সুকান্ত চৌধুরী বলেন, হত্যা মামলায় আসামি হওয়ার পর আবদুল হামিদ সৌদি আরব পাড়ি জমান। এক সপ্তাহ আগে তিনি গোপনে দেশে ফিরেন। খবর পেয়ে বাড়ির পাশ্বর্বতী একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। শেখ আহমদ চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড ষ্টেশনপাড়ার মৃত দানু মিয়া ড্রাইভারের পুত্র।
চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খান বলেন, শেখ আহমদ হত্যা মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতার হামিদকে আদালতে সোর্পদ করা হবে। ২১ বছর পর শেখ আহমদ হত্যা মামলার আসামি গ্রেফতার।

পাঠকের মতামত: