ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ১০অবৈধ বসতি উচ্ছেদ

cnচকরিয়া অফিস:

চকরিয়ায় বনবিভাগের অভিযানে ১০টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল দশটায় টানা চারঘন্টা এ অভিযানটি চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের চুনতী রেঞ্জের চকরিয়া উপজেলার বরইতলী বনবিট এলাকায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনতী রেঞ্জ কর্মকর্তা মো.মিজানুর রহমান ও হারবাং বনবিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বনবিভাগের বিপুল সংখ্যক বনকর্মী। অপরদিকে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অপর একটি অভিযানে বরইতলী বনবিট এলাকা থেকে কাটা অবস্থায় চোরাই ১৫ টুকরো গর্জন গাছ উদ্ধার করেছ।

চুনতি রেঞ্জ কর্মকর্তা মো.মিজানুর রহমান জানান, বরইতলী বনবিট এলাকার সামাজিক বনায়নের জায়গা দখল করে একটি চক্র বিপুল পরিমাণ অবৈধ বসতি নির্মাণ করে। উপকারভোগীরা বনবিভাগকে জানালে সোমবার সকালে অভিযান চালিয়ে বরইতলী বনবিট এলাকার সামাজিক বনাঞ্চল এবং বেত বাগান থেকে ১০টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়। তিনি বলেন, বরইতলী ও হারবাং বনবিটের অবৈধ বসতি গুলো উচ্ছেদে অল্প কিছুদিনের মধ্যে ট্রান্সফোর্সের মাধ্যমে বড় ধরণের অভিযান পরিচালনা করা হবে। কাটাবস্থায় ১৫ টুকরো গর্জন গাছ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা। ##

পাঠকের মতামত: