ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

চকরিয়া রামপুর সমিতির বাজেট ঘোষণা

chakaria-picture-06-01-2017চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহি রামপুর সমবায় কৃষি উপনিবেশ সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় রামপুর সমিতির নতুন বছরের বাজেট ঘোষণা করা হয়। আজ ৬ জানুয়ারী শুক্রবার সমিতির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সদস্য হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেন, ‘এরশাদ সরকারের সময়ে ভিন্ন জেলার মানুষকে রামপুর চিংড়িজোন লিজ দেয়। ওই সময় সমিতির অনেক সদস্য উচ্ছেদ হয়ে যান। বিভিন্নজনকে মামলায় জড়িয়ে দেন। আবার ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ে অনেকে মারা গেছেন, নিখোঁজ হয়েছেন। অনেকে জন্মভিটা থেকে উচ্ছেদ হয়ে বিভিন্ন উপজেলা-জেলায় চলে গেছেন। তাঁদের একত্রিত করে আমরা সমিতি পুনরুজ্জীবিত করেছি। যারা মারা গেছেন তাঁদের ওয়ারিশদের অর্ন্তভুক্ত করেছি। পরে সমিতির সাধারণ সভায় সদস্যদের সবার সম্মতিতে বিগত বছরের অডিট ও হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয় এবং আগামি অর্থ বছরের বাজেট পেশ করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির। এছাড়া বক্তব্য দেন বদিউল আলম, মোহাম্মদ শাহজাহান, জয়নাল উদ্দিন, সাইফুল ইসলাম, সালাহউদ্দিন, প্রদীপ কুমার শীল, মোহাম্মদ ইয়াছিন, বাবুল সিকদার, সিফা আকতার, মিনা আকতার, লিপিকা শীল প্রমুখ।

পাঠকের মতামত: