ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আজকের ইত্যাদি’তে কক্সবাজারের জান্নাতুল বকেয়া মামুনি

fb_img_1482947957193আতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

হানিফ সংকেতের উপস্হাপনায় দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি প্রচারিত হবে আজ শুক্রবার। বছরের শেষ এ ইত্যাদিতে থাকছে কক্সবাজারের স্কুলছাত্রী জান্নাতুল বকেয়া মামুনি’র মানবিক ও সেবামূলক অনুকরনীয় কিছু কর্মকান্ড নিয়ে বিশেষ এক প্রতিবেদন।  সদর উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালের এসএসসি পরিক্ষার্থী জান্নাতুল বকেয়া মামুনি। স্কুলের প্রধান শিক্ষক জানান, এ  উদ্ধুদ্ধকরন প্রতিবেদনের প্রয়োজনীয় চিত্রগ্রহন ইতিমধ্যেই সম্পন্ন করেছেন হানিফ সংকেতের নেতৃত্বাধীন ইত্যাদির নিজস্ব টীম। নিয়মানুবর্তিতা, দরিদ্রবান্ধব কর্মসূচীতে নেতৃত্বদান, সম্মিলিত উদ্যোগ গ্রহন করে অসুস্হ সহপাঠীদের চিকিৎসা ও অর্থসহায়তা প্রদানসহ বিভিন্ন কল্যানকর কাজে আদর্শস্হানীয়া হয়ে উঠা মেয়েটির ব্যাপারে তথ্যবহুল এ প্রতিবেদন থাকছে এতে। বিটিভি ও বিটিভি  ওয়ার্ল্ডে রাত ৮ টার বাংলা সংবাদের পর  কেয়া কসমেটিকস এর সৌজন্যে  প্রচারিতব্য ইত্যাদি নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর জন্য গৌরব বয়ে আনা জান্নাতুল বকেয়া মামুনি পোকখালী ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার ব্যবসায়ী ও সমাজসেবক আমান উল্লাহ আমানের মেয়ে। বিশিষ্ট জমিদার সামশুল আলম সিকদার ও পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ তার দাদা। সাংস্কৃতিক ও রক্ষনশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠা মামুনি’র জন্য গর্বিত এলাকাবাসী।  শিক্ষাবিদ মাওলানা সিরাজুল ইসলাম, ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব’র সহ-সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম লেদু, সৌদী প্রবাসী ব্যবসায়ী বশির আহমদ ও বগুড়া সেনানিবাসে কর্মরত সেনা কর্মকর্তা সার্জেন্ট বদিউল আলম মামুনির আপন চাচা। আজ ইত্যাদি সম্প্রচারের সময় বৃহত্তর ঈদগাঁওতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার দাবী জানিয়েছেন দর্শকরা।

পাঠকের মতামত: