ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

লামায় দায়সারা গোচর ‘‘খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা” !

%e0%a7%83%e0%a7%83%e0%a7%83মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি ঃ

লামা উপজেলায় দায়সারা গোচরভাবে “খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারে সকালে লামা উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় নির্ধারিত কয়েক জনকে মনোনীত করা হয়েছে।

জাতীয় ভূমি জোনিং প্রকল্পের (২য় পর্যায়) এর গবেষনা সহকারী বেনজিন চাকমা জিজ্ঞাসায় জানিয়েছেন, সরকারী-বেসরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি নিয়ে কমপক্ষে ৫০ জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে অন্যান্য উপজেলায় কর্মশালা সম্পন্ন করা হয়েছে। লামা উপজেলার জনসংখ্যা বেশী। এখানে বিভিন্ন সমস্যা নিয়ে অনেক বেশী কথা হবে তাই সর্তকতার সাথে কমসংখ্যক অংশগ্রহণকারী মনোনীত করা হয়েছে। উল্লেখ্য যে, কর্মশালায় হাতেগোনা কয়েকজন উপস্থিত থাকলেও লামা উপজেলার ভূমি ব্যবস্থাপনা নিয়ে তাদের অনেকেরই ধারনা নেই।

লামা উপজেলা নির্বাহী অফিসারের ফেইসবুকের মাধ্যমে দাবি করা হয়েছে “লামা উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমি মন্ত্রলায়ের উদ্যোগে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের উপজেলা খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব শওকত আকবর, প্রকল্প পরিচালক, জনাব মোঃ হারুন অর রশিদ, অঃ জেঃ প্রঃ (রাজস্ব) সহ জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা। এছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ ও উপজেলাস্থ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন”।

এদিকে লামা উপজেলার বিভিন্ন পেশার সচেতন লোকজন দাবী করেছেন বিশেষ মানসিকতা লালন করায় লামা উপজেলার কর্মশালায় কমসংখ্যক অংশ গ্রহণকারী মনোনীত করা হয়েছে। লামা উপজেলার ভূমির প্রকৃত তথ্য উপস্থাপন করতে সক্ষম এমন বিজ্ঞ লোকজনকে কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়নি।

পাঠকের মতামত: