ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শহরে বাড়ছে গরম পোষাকের কদর

15683083_1165755093519985_552920962_n_1এম.এ আজিজ রাসেল :::

শীত আসলেও এখনো পুরোপুরো ঝেঁকে বসেনি। বৈচিত্র আবহাওয়ায় শীতের মাত্রা তেমন নেই বললে চলে। তবে বিকেল গড়ানোর সাথে ঠান্ডা হিমেল হাওয়ার অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর অব্দি এর প্রখরতার বেড়ে যায় দ্বিগুণ। আর কিছুদিনের মধ্যে পুরোপুরি হাঁড় কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ শুরু হবে। যার জন্য শহরবাসী এখন ঢু-মারছে গরম কাপড়ের দোকান গুলোতে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ছুটির দিনে বাজার ঘুরে দেখা যায়, গরম কাপড়ের বিপনী বিতান গুলোতে ক্রেতাদের ভীড়। ভীড়ে বড়জনদের সাথে রয়েছে ছোটমণিরাও। তবে সবচেয়ে লম্বা লাইন ফুটপাতের গরম কাপড়ের দোকানে। এখানকার ক্রেতা অধিকাংশই নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। দাম কম হওয়ায় বিক্রিও ভাল হচ্ছে। এসব দোকানে ছোট-বড় সব বয়সীদের জন্য পসরা সাজানো হয়েছে জ্যাকেট, সোয়েটার ও ট্রাউজারসহ বিভিন্ন ডিজাইনের পোশাকের। গত কয়েকদিন ধরে শহরের আপন টাওয়ার, রশিদ কমপ্লেক্স, কোরাল রীফ প্লাজা, ফজল মার্কেট, হকার মার্কেট, এ,আর শফিং কমপ্লেক্স, ব্র্যান্ডের শো-রুম ও লালদিঘির মার্কেটের ফুটপাতে গরম কাপড়ের হরদম বিকিকিনি হচ্ছে।

ব্যবসায়ী মিন্টু বেচা বিক্রি প্রসঙ্গে বলেন, প্রথমদিকে তেমন শীত না পড়ায় বেচা-বিক্রির অবস্থাও ছিল খারাপ। তবে শীত নামার সঙ্গে সঙ্গে শীতের কাপড় বিক্রি বাড়ছে। আরেক ব্যবসায়ী ছৈয়দ আলম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শীতের তীব্রতা আরো বাড়বে, সাথে বিক্রিও বাড়বে। তিনি বলেন, সাধারণত মধ্য অগ্রহায়ণ থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। আর কাস্টমার তো শীত বেশি না হলে আসে না। বিভিন্ন মার্কেট ও সংলগ্ন ফুটপাত ঘুরে দেখা যায়, চায়না চাদর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, দেশির মধ্যে ৪০০ থেকে ৪৫০ টাকা। আর সাধারণ মানের চাদরের দাম ২০০ থেকে ২৫০ টাকা, শাল পাওয়া যাবে ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে। এদিকে শীত কাপড়ের বেচাকেনা বাড়লেও শো-রুম গুলোতে দাম বেশি। এসব দোকানে বিভিন্ন ধরনের সোয়েটার, কার্ডিগান, হুডি জ্যাকেট, শাল ইত্যাদি কিনতে পারবেন ৪৫০ থেকে ৮০০০ টাকার মধ্যে। আবার ব্লেজার কিংবা লেদার জ্যাকেট কিনতে চাইলে ৩০০০-৪০০০ থেকে শুরু করে প্রায় ১০ হাজার টাকা দাম পড়তে পারে। এছাড়া শীতের কানঢাকা টুপি, মাংকি ক্যাপ, মাফ্লার, প্লাভ্‌স, মোজা ৩০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইন ও আকৃতির কম্বল ২৫০০ থেকে ৮০০০-১০০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। নকশি কাঁথা ১৬০০ থেকে ৫০০০ টাকা, লেপ ৫০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। শীত বাড়ার সাথে সাথে পোষাকের দামও বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা।

পাঠকের মতামত: