ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঈদগাঁওকে প্রশাসনিক উপজেলা ঘোষণা সময়ের দাবীতে পরিণত

eidguমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ কর্তৃক মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে নির্ধারিত বিশেষ মতবিনিময় সভা ১৭ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও বাজারস্থ নূরী মঞ্জিলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আলহাজ¦ ছব্বির আহমদ এম.এ। আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম আহবায়ক ডা. আবদুল কুদ্দুছ মাখন, যুগ্ম আহবায়ক হাফেজ আবদুর রহিম ফারুকী, সদস্য জাফর আলম হেলালী, সদস্য ডা. আলহাজ¦ সিরাজুল মোস্তফা নূরী, সদস্য মুক্তিযোদ্ধা শেখ ছৈয়দ আলম, সদস্য মোহাম্মদ ইসলাম (হাজী পাড়া), সদস্য মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী প্রমুখ। ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ সদস্য সচিব মো. রেজাউল করিম (সাংবাদিক)-র সঞ্চালনায় মতবিনিময়ে বাঙ্গালী জাতির ঐতিহাসিক বিজয়ের দিন ১৬ ডিসেম্বর উপলক্ষে ব্যাপক আলোচনা, মুক্তিযুদ্ধের স্মতিচারণ, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান, এডভোকেট আবুহেনা চৌধুরী, রুহুল আমিন, আলহাজ¦ ছানা উল্লাহ, আলহাজ¦ মোহাম্মদ শফি, নুরুজ্জামান, ছরওয়ার কামাল, আলমগীর চৌধুরী, মো. আবছার কামাল, মনজুর আলম ড্রাইভার, দিদারুল আলম, রফিকুল ইসলাম, শামসুল আলম, মো. আমির হোছাইন, পারভেজ আহমদ, জয়নাল আবেদীন, মোহাম্মদ সেলিম, ছৈয়দ করিম সওদাগর, মমতাজ আহমদ, হাজী ফরিদুল আলম, সাহাব উদ্দীন চৌধুরী, মো. মনছুর আলম, মো. ইউছুপ, আবু ছিদ্দিক, নুরুল আমিন, সাদ্দাম হোসেন, মো. সেলিম মিকার, হাফেজ আবছার কামালসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ঈদগাঁওকে প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়ন এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে। উক্ত লক্ষ্য অর্জনে বৃহত্তর ঈদগাঁওবাসীকে সম্পৃক্ত করতে উপজেলা বাস্তবায়ন পরিষদ এতদ এলাকায় দীর্ঘদিন নানা সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এ জনদাবী আদায়ের আন্দোলনকে আরো বেগবান ও শক্তিশালী করার প্রক্রিয়া চলছে। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, উপজেলা বাস্তবায়ন সংক্রান্ত ফাইলটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সর্বশেষ তথ্য চেয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি চিঠি ইস্যু করা হয়। যা বর্তমানে জেলা প্রশাসক মহোদয়ের তথ্য সংগ্রহাধীন রয়েছে। ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ সরকারী কর্মকান্ডের সাথে যুগপৎ ভাবে কাজ করে আসছে। অন্যদিকে রামু-কক্সবাজারের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মহান জাতীয় সংসদে ঈদগাঁওকে উপজেলা ঘোষণার দাবীতে একাধিকবার প্রস্তাব উত্থাপন করে সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।

পাঠকের মতামত: