ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি

aligটেকনাফ প্রতিনিধি ::

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। একদিকে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এমপি আবদুর রহমান বদি, অপরদিকে রয়েছেন সাবেক দলীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।

আজ শুক্রবার বিজয় দিবসের কর্মসূচি পালন নিয়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ প্রকাশ্য রূপ নেয়।

 বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ উপলক্ষে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে গত ১৩ ডিসেম্বর বৈঠকের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন না সংসদ সদস্য আব্দুর রহমান বদির অনুসারীরা। পরে তড়িঘড়ি করে এমপি বদির ঘোর সমর্থক পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আলমের নেতৃত্বে কয়েকজন নেতা পাল্টা কর্মসূচি গ্রহণ করেন।

বদি সমর্থিত এ গ্রুপে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলম চৌধুরী ও এমপি বদির নিকট আত্মীয় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর উপস্থিত ছিলেন। উপস্থিত এসব নেতাদের বিরুদ্ধে জামায়াত-বিএনপির নেতাদের আশ্রয় দেওয়া, স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ আরো নানা অভিযোগ রয়েছে বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. আলী।

সর্বশেষ আজ শুক্রবার বিজয় দিবস পালন উপলক্ষে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ টেকনাফ উপজেলা সদরের মিলকি রিসোর্টসংলগ্ন এলাকায় আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। অপরদিকে, এমপি আবদুর রহমান বদি সমর্থিত গ্রুপ টেকনাফ সদরের ওয়াল্টন শোরুম ভবনের দলীয় অফিসে পাল্টা কর্মসূচির আয়োজন করে। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় কোনো আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি। কেবল দলীয় অফিসে মাইক টাঙ্গিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হয়।

পাঠকের মতামত: