ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

indexচকরিয়া নিউজ ডেস্ক :::
চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জি.এন.এ মিশনারী উচ্চ বিদ্যালয়ের মাঠে যথাযোগ্য মর্যাদায় ৪৬ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২.০১ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে বিদ্যালয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন, দুপুর ৪.০০মিনিটে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।। বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কালাম বিএবিএড এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের যুগ্ন সস্মাদক অধ্যাপক হারুন ছরওয়ার বাদল। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম কাদের সওদাগর, জি.এন.এ মিশনারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোছাইন, সহ সভাপতি নাজেম উদ্দিন সওদাগর, নুরুল আমিন সিকদার, মো: সোলায়মান, মোস্তাক আহমদ, মাষ্টার জসিম উদ্দিন, মো: কালু ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কলিম সিকদার প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসম্পাদক কুতুব উদ্দিন বাবুল। এসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বক্তাগণ গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নিয়েছেন ও শহীদ হয়েছেন তাঁদের অবদানের কথা স্মরণ করেন। আলোচনা সভায় জাতিকে নতুনভাবে দেশাত্ববোধে উজ্জীবিত হওয়ার আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকের মতামত: