ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালিত

dexনিউজ ডেস্ক :::

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদ্যাপিত হয়। প্রথমে দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বি.এম.চর ইউনিয়ন পরিষদের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীবৃন্দ। বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যেে এদিন সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম. আজিজুর রহিম। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ কবির হোছাইনের সার্বিক তত্ত্বাবধানে ও অত্র মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মদ মঈন উদ্দিন সাহেবের পরিচালনায় মুল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ কবির হোছাইন. অধ্যক্ষ অত্র মাদ্রাসা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস.এম. জাহাঙ্গীর আলম-চেয়ারম্যান বি.এম.চর ইউনিয়ন পরিষদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন আনওয়ারুল আরিফ দুলাল, চেয়ারম্যান- পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি.এম.চর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  জিয়াবুল ইসলাম সেলিম ও মৌলানা মুহাম্মদ জয়নাল আবেদীন এবং বি.এম.চর ইউনিয়ন পরিষদের এম.ইউ.পি সদস্য  আব্দুল হামিদ, মোহাম্মদ জুনাইদ, ছেনুয়ারা বেগম। এছাড়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের এম.ইউ.পি সদস্য কফিল উদ্দীন, নাছির উদ্দীন, তালেব উল্লাহ ও নুরুল আলম উপস্থিত ছিলেন। গভর্ণিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মোজাম্মেল হক, শফিউল আলম ও হানিফ হায়দার। এছাড়া আলোচনা করেন অত্র মাদ্রাসার আরবী প্রভাষক  জাফর আলম,  জন্নাতুল ফেরদৌসী, সহকারী মৌলভী  জুনাইদ ফরাজী, মোহাম্মদ জসিম উদ্দিন, রশিদ আহমদ আজিজি, সহকারী শিক্ষক  নুরুল কাদের, জয়নব আক্তার রুনু, আবু হেনা মোস্তফা কামাল, মোহাম্মদ মঈন উদ্দিন,  সালেহা সুলতানা,  আব্দুল মালেক, ইবি প্রধান শাহজাহান ইকবাল, জুনিয়র শিক্ষক  জেসমিন জন্নাত, জুনিয়র মৌলভী শফিকুর রহমান, ইবি ক্বারী  নুরুল আলম। মহান বিজয় দিবস উপলক্ষে হামদ-নাত, ইসলামী সংগীত, উপস্থিত বক্তব্য, কবিতা ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তরা মুক্তিযোদ্ধের সংগঠক যার মেধা ও নেতৃত্ব দিয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি সেই মহান অগ্রপথিক জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তরা তার জীবনের বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন এবং বাংলাদেশকে একটি সুখি সম্মৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকের মতামত: