ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে: চকরিয়া উপজেলার ৭নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল লিটু পেলেন তালা প্রতীক

lito-chakaria-pc-12-12-201615319319_373830286301441_8227517842067145283_nচকরিয়া নিউজ ডেস্ক :::

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্টিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে চকরিয়া উপজেলার ৭নম্বর ওয়ার্ডের (চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর, চিরিঙ্গা, কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন) সকলস্থরের ভোটার ও জনগনের মনোনীত প্রার্থী চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র জাহেদুল ইসলাম লিটু তালা প্রতীক পেয়েছেন। সোমবার ১২ ডিসেম্বর সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্ধ অনুষ্টানে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.আলী হোসেন আনুষ্টানিকভাবে সদস্য প্রার্থী লিটু’র হাতে তালা প্রতীক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও সহকারি রির্টানিং কর্মকর্তা এবং চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাখাওয়াত হোসেন। এছাড়া প্রতীক বরাদ্ধ অনুষ্টানে জেলা প্রশাসনের সকলস্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সদস্য প্রার্থী লিটুর সাথে এসময় নির্বাচনী ওয়ার্ডের বিপুল পরিমাণ ভোটার (জনপ্রতিনিধি), আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী এবং সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্ধ পাওয়ার পর চকরিয়া উপজেলার ৭নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু বলেন, জনগন ও সম্মানিত ভোটারদের প্রত্যাশা পুরণে আমি সদস্য পদে প্রার্থী হয়েছি। আশা করি অনুষ্টিতব্য এ নির্বাচনে সম্মানিত ভোটাররা তালা মার্কায় মুল্যবান রায় দিয়ে আমার বিগত দিনের জনকল্যাণ মুলক কাজ ও তৃনমুলে আওয়ামীলীগের জন্য দেয়া ত্যাগের যথাযথ মুল্যায়ন করবে।

উপজেলার ৭নম্বর ওয়ার্ডের (চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ও চিরিঙ্গা ইউনিয়ন) সম্মানিত সকল ভোটারদের কাছে আমার আবেদন, ইনশাল্লাহ অনুষ্টিতব্য নির্বাচনে তালা প্রতীকে আমি আপনাদের মুল্যবান ভোটে সদস্য পদে বিজয়ী হলে প্রত্যেক ইউনিয়নে সমানহারে উন্নয়ন বরাদ্ধ নিশ্চিত করা হবে। এলাকার সকলস্থরের জনগনের সার্বিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্টা করা হবে। এলাকার শিক্ষা প্রতিষ্টান, মসজিদ মাদরাসা, মন্দির গীর্জার উন্নয়ন তরান্তিত করা হবে। জেলা পরিষদের প্রাপ্ত সকল ধরণের বরাদ্দ জনকল্যানে স্বচ্ছতার মাধ্যমে বন্টন করা হবে। আসুন সকলে মিলে চকরিয়া উপজেলার ৭নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নতমানের জনপদে গড়ে তুলি। এই জন্য আমি জেলা পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সকল কাউন্সিলর সহ দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও মূল্যবান রায় প্রত্যাশা করছি।###

পাঠকের মতামত: