ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নিয়মিত ভ্যাট দিয়ে স্বনির্ভর দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে -কক্সবাজারে ভ্যাট দিবসে বক্তারা

চকরিয়া অফিস:%e0%a7%81%e0%a6%a1

কক্সবাজারে বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। কক্সবাজার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের উদ্যোগে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি মোঃ সাইফুল ইসলাম মজুমদার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল দেশ, সীমিত সম্পদ দিয়ে কিভাবে টেকসই উন্নয়ন করতে হয় সেটা এখন আমরাই দেখাচ্ছি পুরো বিশ্বকে। আর এই বড় অর্জনের পেছনে আছে আমাদের দেশের জনগণ, যাদের ট্যাক্স ও ভ্যাট থেকে সব ছেয়ে বেশি রাজস্ব আয় হচ্ছে। পরনির্ভরশীল মানসিকতা আর নয় এখন আমরা স্বনির্ভরতার পথে হাটতে শুরু করেছি। তাই নিয়মিত ভ্যাট প্রদানে জনগণকে আরো এগিয়ে আসা একই সাথে স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে অবদান রাখতে আহবান জানান তিনি। সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টম এক্সাইজ কর্মকর্তা আলমগীল হুসেন বলেন বর্তমান সরকার বিশ্ব নন্দিত পর্যটন নগরী কক্সবাজার কেন্দ্রীক বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে যেমন মাতারবাড়ি কয়লা বিদ্যূৎ প্রকল্প যা পদ্মা সেতু নির্মাণের কাছাকাছি বাজেট, একই সাথে রেল লাইন, আর্ন্তজাতিক বিমানবন্দর, স্টেডিয়াম, সাবমেরিন প্রকল্প সহ আরো অনেক কিছু সরকার এত অর্থ পাবে কোথায় যদি আমরা নাগরিকরা সরকার কে ঠিকমত রাজস্ব না দি ? আমরা নিয়মিত ভ্যাট দিলে সেটা আরো বহুগুণে উপহার হিসাবে আমাদের কাছে ফেরত আসে। তাই উন্নত দেশ গঠনে ভ্যাট দিতে হবে। এসময় দিবসের মূল প্রতিপাদ্য ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন এই কথা সবাই কে স্বরণ করিয়ে দেন। এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সহকারী কর কমিশনার মোঃ জাকির হোসেন, কক্সবাজার রাজস্ব কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি ওমর সুলতান, সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা শফিকুর রহমান কোম্পানি সাধারণ সম্পাদক আবুল কাশেম, চেম্বার অফ কমার্স প্রতিনিধি উদয় শংকর পাল মিঠু, দীপংকর বড়–য়া, কাস্টম এক্সাইজের সহকারী রাজস্ব কর্মকর্তা ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ সজিব মিয়া, রাকিবুল ইসলাম, টেকনাফ সার্কেল কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন, বালুখালী চেকপোস্ট কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল মোস্তফা, চকরিয়া সার্কেল কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমুখ। এতে জুয়েলারী সমিতি, দোকান মালিক সমিতি, রেস্টোরেন্ট সমিতি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী কক্সবাজারশহর প্রদক্ষিন করে।

পাঠকের মতামত: