ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শনিবার দুই কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ

%e0%a6%b0%e0%a7%8dঅনলাইন ডেস্ক :::

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে আগামী ১০ ডিসেম্বর (শনিবার) সারাদেশে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষাধিক কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ৬-১১ মাস বয়সী ২৩ লাখ এবং ১২-৫৯ মাস বয়সী এক কোটি ২৭ লাখ শিশুকে ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেন। আর অসুস্থ শিশুদের ক্যাপসুল না খাওয়াতে নিরুৎসাহিত করা হয়।- জনকন্ঠ

পাঠকের মতামত: