ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌর সদরের যানজট নিরসনে সর্বসাধারনের প্রতি বিশেষ নির্দেশনা

চকরিয়া পৌর সদরের যানজট নিরসনে বিশেষ নির্দেশনা ঃcm
চকরিয়া নিউজ ডেস্ক :::
চকরিয়া পৌর সদরের চিরিংগায় যানজট নিরসনের লক্ষে ২৮/১১/২০১৬ইং তারিখের উপজেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক ড্রাইভার ও লাইন পরিচালনাকারী সমিতিকে নি¤œরূপ নির্দেশনা মেনে জনস্বার্থ অক্ষুন্ন রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।

০১। সকল রিক্সা, টমটম, সিএনজি ও ম্যাজিক গাড়ী সমূহ ওয়ান বাই রোডে চলাচল করবে।

০২। সকল বাস কাউন্টার সমূহ বাস টার্মিনালে চলে যাবে।

০৩। সকল ট্রাক-পিকআপ সমূহ মাতামুহুরী ব্রীজের উত্তর পার্শ্বে ট্রাক টার্মিনালে চলে যাবে।

০৪। সকল হাইয়েচ-মাইক্রো সমূহ বাস টার্মিনাল হতে ছাড়বে।

০৫। কাকারা, মাঝের ফাঁড়ি, সুরাজপুর-মানিকপুর গামী জীপ, সিএনজি, টমটম সমূহ সড়ক জনপথ অফিসের পূর্ব

পার্শ্বে জমজম হাসপাতালের সামনে থেকে ছাড়বে।

০৬। বেতুয়া বাজার, বহদ্দার কাটা, কৈয়ারবিল সিএনজি ও টমটম সমূহ ইউনিক হাসপাতালের উত্তর পার্শ্ব হতে

ছাড়বে।

০৭। পেকুয়া সড়কের জীপ, ম্যাজিক, সিএনজি সমূহ জমজম হাসপাতালের সামনে হতে ছাড়বে।

০৮। বানিয়ারছড়া, হারবাং, আজিজনগর গামী সকল জীপ, ম্যাজিক, সিএনজি, টমটম জমজম হাসপাতালের

সামনে হতে ছাড়বে।

০৯। বদরখালী, ইলিশিয়া, লাল ব্রিজ, বাগগুজরা, পুরুত্যাখালী, শাহারবিল গামী সকল জীপ, সিএনজি, ম্যাজিক ও

টমটম থানার রাস্তার মাথা সিস্টেম চকরিয়ার সামনে হতে ছাড়বে।

১০। ফাঁসিয়াখালী, মালুমঘাট, ডুলাহাজারা, খুটাখালী গামী সকল জীপ, ম্যাজিক, সিএনজি ও টমটম মা ও শিশু

হাসপাতালের সামনে থেকে ছাড়বে।

১০। চিরিংগা সদরের খাদ্য, মুুদি, লোহা, সিমেন্টসহ সকল প্রকার মালবাহী গাড়ী রাত ৮.০০টা হতে সকাল

৭.০০টার মধ্যে লোড আনলোড করবে।

১১। ফুটপাতের ভাসমান দোকান সমূহ বসাবেন না। জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখেবেন।

১২। আসন্ন পর্যটন মৌসুমে কক্সবাজার গামী মহাসড়কের উপর সকল যানবাহন যেন দ্রুত চলাচল করতে পারে

সে জন্য মহাসড়কের উপর পার্কিং করে যাত্রী উঠানামা করা যাবে না।

অনুরোধক্রমে ঃ

আলমগীর চৌধুরী                                                     মোহাম্মদ সাহেদুল ইসলাম

মেয়র                                                                  উপজেলা নির্বাহী অফিসার ও

চকরিয়া পৌরসভা।                                                    নিবার্হী ম্যাজিষ্টেট, চকরিয়া।

পাঠকের মতামত: