ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া ৫নম্বর ওয়ার্ডের প্রার্থী আ.লীগ নেতা কমর উদ্দিন আহমদ

chakaria-pictureএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে গতকাল ৬ ডিসেম্বর অনুষ্টিত আপীল শুনানীতে অবশেষে প্রার্থীতা ফিরে পেয়েছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার ৫নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ দলীয় সদস্য প্রার্থী কমর উদ্দিন আহমদ। আপীল শুনানী শেষে তার বিরুদ্ধে আনীত জনতা ব্যাংকের ঋণ খেলাপীর অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় দায়িত্বপ্রাপ্ত আপীল শুনানী কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা এ আদেশ দেন। জেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাখাওয়াত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কক্সবাজার জেলা আওয়ামীলীগের নতুন কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা লায়ন কমর উদ্দিন আহমদ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্টিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার (বরইতলী, হারবাং, কৈয়ারবিল, বিএমচর ও পেকুয়ার শীলখালী ইউনিয়ন) নিয়ে গঠিত ৫নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি ইতোমধ্যে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হন। গত ৩ ডিসেম্বর কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রার্থীদের আবেদন ফরম বাছাইকালে ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে কমর উদ্দিন আহমদের প্রার্থীতা বাতিল করেন। তবে এ আদেশের বিরুদ্ধে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে তাকে তিনদিনের মধ্যে আপীল করতে বলেন রির্টানিং কর্মকর্তা। এরই প্রেক্ষিতে সদস্য প্রার্থী কমর উদ্দিন আহমদ আইনীভাবে প্রার্থীতা ফিরে পেতে আপীল করেন। গত ৬ ডিসেম্বর আপীল শুনানীতে ব্যাংক ঋণের বিষয়টি তিনি যথাযথ কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে আপীল কর্মকর্তার কাছে তুলে ধরেন। আপীল শুনানীকালে ওইসময় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকলেও এব্যাপারে কোন ধরণের আপত্তি উপস্থাপন করতে পারেনি। ##

পাঠকের মতামত: