ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি

naffটেকনাফ প্রতিনিধি :::

টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ভোরে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বরাবর নাাফ নদের মিয়ানমার অংশে  এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা মিয়ানমারের গৌজিবিলের মো. আলমের স্ত্রী রেহেনা বেগম (২২) কে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ঘটনাস্থলে থাকা জেলেরা জানিয়েছে।
উদ্ধার হওয়া রেহেনা জানান, ওই নৌকায় ৩০-৩৫ জন নারী-পুরুষ ও শিশু ছিল। নৌকায় তার মা, ভাবীসহ ভায়ের ৩ ছেলে-মেয়ে ছিল। এরমধ্যে মা ও ভাবির মৃতদেহ উদ্ধার করে মংডুর বড় গৌজিবিল নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, জাাদীমুরা গ্রামে অবস্থানরত কতিপয় সিন্ডিকেট এসব অবৈধ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। জাদীমুরা গ্রামের মো. ইসমাঈল, মো. হাশিম, আরাফাত, মো. সালাম ওরফে বলি গুইজ্জা চার জনের সিন্ডিকেট গতরাতে মিায়ানমারের বড় গওজবিল থেকে রোহিঙ্গা বোঝাই এই নৌকাটি বাংলাদেশে নিয়ে আসছিল।
বিজিবি ২ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মো. আবু রাসেল ছিদ্দিক জানান, নৌকা ডুবির ঘটনাটি তাদের নজরে নেই।

পাঠকের মতামত: