ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

তিল এ তিলে তিলোত্তমা

marilyn-monroeলাইফ ষ্টাইল :::

সৌন্দর্যের দেবী বলে খ্যাত বলিউড মডেল ও অভিনেত্রী মেরিলিন মনরোর ঠোঁটের পাশের তিলটি তাকে অনন্য সৌন্দর্য দিয়েছিলো। তিল ব্যাপারটি প্রাকৃতিক হলেও সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই ইদানীং ডাক্তারের পরামর্শ ও সার্জারির সাহায্যে তিলের তৈরি করে নিচ্ছেন।

 
তিল, ক্ষুদ্র চিহ্ন। এটি এমন ধরনের দাগ যার বর্ণ বাদামী, আকারে ২ – ৪ মিমি এর মত গোলাকার,ত্বকের সমান স্তরে অবস্থান করে এবং মূলত ত্বকের কোন ক্ষতি সাধন করে না। ইংরেজিতে ফ্রিকেলস নামে পরিচিত শরীরের কালো কালো এই দাগ গুলো ক্ষেত্র বিশেষে আবার বিউটি স্পট নামেও পরিচিত। সবার শরীরের নানা স্থানেই কম বেশি তিল থাকে। ছোট-বড় সব ধরণের তিলই দেখা যায়।

প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে। স্থানভেদে এসব তিল বিভিন্ন তাৎপর্য বহন করে। কারও ক্ষেত্রে শুভ আবার কারও ক্ষেত্রে অশুভ। শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি,রং,আকৃতি প্রভৃতি দেখে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারি। এগুলো সব সময় সবার ক্ষেত্রে একই রকম হবে তা বলা মুশকিল হলেও এখনও অনেকেই কিন্তু  এ তিল তত্ত্বে বিশ্বাস করেন।

এক ঝলক জেনে নিই তিলের তত্ত্ব, তিল তত্ত্ব:

  • কপালে তিল থাকা সৌভাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক।
  • মাথার ডানদিক তিল থাকলে ধনশালী হয়।
  • মাথার বাঁ দিকে তিল থাকলে সারাজীবন প্রতিকূলতা মোকাবেলার মধ্যে দিয়ে পার করতে হয়।
  • ভুরুতে তিল হলে সৃষ্টিশীল হয়।
  • ভুরুর নিচে তিল সবকিছুতেই অল্পবিস্তর পারদর্শীর পরিচয় বহন করে। এরা একাধিক গুণের অধিকারী হয়।
  • থুতনিতে তিল থাকলে জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য হতে পারে।
  • ডান চোখের ওপরে তিল থাকলে জীবনসঙ্গীর কাছ থেকে খুব ভালোবাসা পাওয়া যাবে।
  • ডান গালে তিল থাকলে জীবনে চলার পথে কখনো অর্থসংকট হবে না।
  • বাঁ গালে তিল থাকলে অর্থহানির আশঙ্কা রয়েছে।
  • ঠোঁটে তিল থাকলে  অতিরিক্ত যৌনাকাঙ্খা থাকে।
  • ঠোঁটের উপর অংশের তিল জেদী চরিত্র বোঝায়। এদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয় এবং বিপরীত লিঙ্গের সঙ্গে ফ্লার্ট করতে এরা ওস্তাদ হয়।
  • বাঁ কানে তিল থাকলে জীবন দুর্ঘটনাময় হয়।

shokh

  • ডান হাতের পিছনে তিল থাকলে ধনবান হয়।
  • বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি খরুচে হয়।
  • বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কিপটে হন।
  • ডান বাহুতে তিল থাকলে তারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়।
  • বাঁ বাহুতে তিল ঝগড়াটে ব্যক্তির পরিচয় বহন করে।
  • যাদের তর্জনীতে তিল থাকে তারা বিদ্বান,ধনী এবং গুণী হয়।
  • বৃদ্ধাঙ্গুলে তিল থাকলে কর্মঠ এবং ন্যায়প্রিয় হয়।
  • মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হয়।
  • কনিষ্ঠ বা কড়ে আঙ্গুলে তিল থাকলে জীবনে অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়।
  • অনামিকায় তিল থাকলে জ্ঞানী, যশবান,ধনী ও পরাক্রমী হয়।
  • গলার সামনের তিল বন্ধু প্রিয় হয়।
  • গলার পিছনে তিল পরিশ্রমী ব্যক্তির পরিচয়।
  • কোমরের তিল সমস্যা সংকুল জীবনের পরিচয় দেয়।
  • বুকের মাঝখানের তিল সুখী জীবনের ইঙ্গিত দেয়।
  • বুকের ডান দিকে তিল থাকা শুভসংকেত।
  • বুকের বাঁ দিকের তিল দাম্পত্য সঙ্গী থেকে অসহযোগিতার সম্ভাবনা থাকে।
  • পায়ে তিল থাকলে দেশ-বিদেশ ভ্রমণের ইঙ্গিত দেয়।
  • পেটে তিল থাকলে ভোজন প্রিয় হয়।

তাই আপনিও দেখে নিতে পারেন আপনার শরীরের কোন অংশের তিলের কি মানে।

 

পাঠকের মতামত: