ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্থানীয় নির্বাচনে জন-প্রতিনিধি বাচাইয়ে ভুল করেছে লামাবাসি -বীর বাহাদুর

lamaমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

আমি শুধু আওয়ামীলীগের এমপি নয়, সমগ্র বান্দরবান জেলার সকলের এমপি। উপজেলা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় নির্বাচনে লামাবাসি জন-প্রতিনিধি নির্বাচন করতে ভুল করায় লামার উন্নয়ন কিছুটা স্থমিত হয়েছে। বান্দরবানে সামগ্রীক উন্নয়নে শিক্ষা খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে। ২৮ নভেম্বর সোমবার বেলা ১১টার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠস্থ ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর হোসেন এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, মিন্টু কুমার সেন, ছাচিং প্রু মার্মা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। লামা উপজেলার সর্ববৃহৎ ফাঁসিয়াখালী ইউনিয়নটিকে ফাঁসিয়াখালী ও ইয়াংছা নামে পৃথক দুইটি ইউনিয়ন করতে প্রতিমন্ত্রীর কাছে ইয়াংছা এলাকার জনসাধারণের পক্ষে জোর আবেদন করেন ইউপি মেম্বার শহীদুজ্জামান মাষ্টার।

সকাল ১০টায় ফাঁসিয়াখালীতে পৌছে প্রতিমন্ত্রী ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে নব-নির্মিত ভবনের উদ্বোধন, ফ্যাসিলেটিস ডিপার্টমেন্ট কর্তৃক বরাদ্দকৃত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করেন। জনসভা শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের মাঝে এল.জি.এস.পি-০২ ২০১৫-১৬ অর্থবছরের প্রকল্পের অধিনে ল্যাপটপ, প্রজেক্টর, শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া কর্মজীবি মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

পাঠকের মতামত: