ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ঈদগাঁওতে দরিদ্র কাঠুরিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

lasমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

ঈদগাঁওর গভীর বনাঞ্চল থেকে দরিদ্র কাঠুরিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে। শনিবার ২৬ নভেম্বর দুপুরে স্থানীয় লোকজন জনপ্রতিনিধির সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহত আবদু শুক্কুর (৪০) উত্তর মাইজ পাড়া (লাইল্যার পাড়া)’র মৃত ছৈয়দ আলীর পুত্র। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার আবদু শুক্কুর প্রতিদিনের মত কাঠ সংগ্রহে যায়। কয়েকদিন পর্যন্ত তিনি বাড়ীতে ফিরে না আসায় উদ্বিগ্ন স্বজনরা তার খোঁজ খবর নিতে থাকেন। এক পর্যায়ে শনিবার সকালে রেহেনা ও ফরমুজা কাঠ কাটতে বনাঞ্চলে গেলে এক ব্যক্তির লাশ দেখতে পান। এ খবরটি শুক্কুরের পরিবারের লোকজন পেয়ে স্থানীয় দু’মেম্বার তথা মমতাজ আহমদ ও বজলুর রহমানকে সাথে নিয়ে কয়েকজন লোকসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করতে সক্ষম হন। ঘটনাস্থল হচ্ছে ঈদগাঁও ও মেহেরঘোনা বনবিটের সংযোগ স্থল তথা হারগাতলি নব সৃজিত কোরজুন বাগান। পরে তারা ঠেলা যোগে লাশটি বাড়ীতে নিয়ে এসে স্থানীয় কবরস্থানে জানাযার পর দাফনের ব্যবস্থা করেন। মেম্বার মমতাজ আহমদ জানান, নিহত শুক্কুর ব্যক্তিগত জীবনে অবিবাহিত ও শান্ত প্রকৃতির ছিলেন। ঈদগাঁও রেঞ্জের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত ফরেষ্টার মো. আবু তাহের ঘটনাস্থলটি ঈদগাঁও বিটের আওতাধীন বলে জানান। অন্যদিকে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা আতা ইলাহী এ ধরণের লাশ উদ্ধারের খবর পাননি বলে জানান। তবে স্থানীয়দের ধারণা, হাতির আক্রমণে শুক্কুরের মৃত্যু হতে পারে। স্বজনরা জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পাঠকের মতামত: