ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বায়তুল ইজ্জতে ব্রিগেডিয়ার সাইফুল ।। সীমান্ত অপরাধ দমনে বিএসএফ- বিজিবির যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ

4f358c17b89f7977d866d92d1720684cসাতকানিয়া বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল সদর দপ্তরে ৮ দিনব্যাপী বিএসএফ ও বিজিবির যৌথ প্রশিক্ষণ কোর্স গতকাল সম্পন্ন হয়েছে। বিজিটিসিএন্ডএস এর উদ্যোগে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কোর্স অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমাড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম। তিনি বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে কৌশলগত দক্ষতা অর্জনের পাশাপাশি এ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ উভয় বাহিনীর মধ্যে পারস্পারিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক আরও জোরদার করবে। উভয় দেশের সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচার রোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসএফ এর উপ-অধিনায়ক শ্রী যুগেন্দর রাজ। ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে ভারতের বিএসএফ এর ১১ জন অফিসার ২২ জন অন্যান্য পদবীর সদস্যসহ বিজিবি’র ৫ জন অফিসার অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন লে. কর্নেল মুহাম্মদ খালিদ আইয়ুব, লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন, লে. কর্নেল এ কে এম ইকবাল হোসেন, লে. কর্নেল মো.মাহফুজুর রহমান, লে. কর্নেল সাবিহা মাহবুবা, লে. কর্নেল রোজিনা জেসমিন, মেজর মোহাম্মদ আবুল হাসান, মেজর মো. লিয়াকত হোসেন মোল্লা, মেজর মো. তারিকুল ইসলাম, ক্যাপ্টেন আহমদ নিবরাস খান, ক্যাপ্টেন মো. গাউস আঞ্জুমান, এডি মো. আলী আজগর সরদার ও সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট বিএসএফ এর প্রধানকে পৌঁছে দেয়ার জন্য উপ-অধিনায়ক শ্রী যুগেন্দর রাজের হাতে ক্রেস্ট তুলে দেন এবং দুটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিএসএফ ও বিজিবি অফিসার ও অন্যান্য পদবীর সদস্যদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।   প্রেস বিজ্ঞপ্তি।

পাঠকের মতামত: