ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ার কিশলয় প্রাথমিক- ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন

k0সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :::

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্রে ২০ নভেম্বর প্রথম দিনের পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত হয়েছে। সর্বমোট ৮১২ জন শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শাখায় ১০ জন ও ইবতেদায়ী শাখার ১৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে ইউনিয়নের সরকারী বেসরকারী ১৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

কেন্দ্র সচিব কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা যথারিতী সকাল ১০ টায় শুরু করে দুুপুর দেড়টা নাগাদ শেষ করা হয়। তবে পরীক্ষা চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ট ভাবে সম্পন্ন করা হয়েছে।

কেন্দ্রের হল সুপার বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষায় ৮১২ জন শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তৎমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন ও ইবতেদায়ী মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬১৪ ও ইবতেদায়ী মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯৮ জন।

জানা গেছে, এ কেন্দ্রে সর্বমোট ১৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে খুটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ জন, মেদাকচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৯ জন, ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন, দক্ষিণ ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন, কুতুবদিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন, ফুলছড়ি নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন, দক্ষিণ বহলতলী সাইক্লোন সেল্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন, হাজী বদিউজ্জামান বিদ্যাপীট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন, মিলেনিয়াম স্কলার্স স্কুলের ৬১ জন, খুটাখালী উচ্চ বিদ্যালয় প্রাথমিক শাখার ৪৭ জন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৮৩ জন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন, দিগন্ত কিডস্ কেয়ার স্কুলের ১০ জন, গর্জনতলী ব্র্যাক স্কুলের ৩২ জন, হরইখোলা ব্র্যাক স্কুলের ৩১ জন, জয়নগর পাড়া ব্র্যাক স্কুলের ৩০ জন, ও মেদাকচ্ছপিয়া ব্র্যাক স্কুলের ৩০ জন। এছাড়া ইবতেদায়ী মাদ্রাসা সমুহের মধ্যে আলফরমুজ লেচুমা করিম মাদ্রাসার ৪৭ জন, তমিজিয়া ইসলামিয়া মাদ্রাসার ৮২ জন, ফুলছড়ি ইসলামীয়া মাদ্রাসার ৪৭ জন ও মেদাকচ্ছপিয়া জলিলিয়া ইবতেদায়ী মাদ্রাসার ২৩ জন শিক্ষার্থী রয়েছে। পরীক্ষা কেন্দ্রে সার্বিক দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো: তাহের ও মেডিক্যাল টিমের মো: শাহা আলম প্রমুখ।

পাঠকের মতামত: