ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আলীকদমে ৩টি প্রকল্পের উদ্বোধন -বীর বাহাদুর

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:
শুক্রবার (১৮ নভেম্বর) বান্দরবানের আলীকদম উপজেলায় সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চalikadam-mpট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
উদ্বোধন করা প্রকল্পের মধ্যে রয়েছে ফাঁসিয়াখালী-আলীকদম মেইন সড়ক হতে আলীর সুড়ঙ্গ রাস্তা কার্পেটিং, উপকারভোগীদের মাঝে গাভি বিতরণ ও ফুটের ঝিরি রাস্তায় নির্মিত ফুটব্রিজ। এরমধ্যে আলীর সুড়ঙ্গ রাস্তাটি পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ।
এ উপলক্ষ্যে আলীকদম উপজেলা বটমূল চত্ত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) তরুন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। স্বাগত বক্তব্য দেন সমন্বিত পাহাড়ি খামার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ যুবায়ের সালেহীন, এনডিইউ, পিএসসি, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান, সোয়ালক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাংলাই ও উপকারভোগী কাইনপ্রে মুরুং প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আলীকদম উপজেলায় কয়েক কোটি টাকার প্রকল্প কাজ অব্যাহত আছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সরকার গরীববান্ধব।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর মঞ্চে উপস্থিত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। তাই শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নিন। এলাকায় যারা শিক্ষা বিরোধি কাজ করে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

পাঠকের মতামত: