ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় নূরানী মেধাবৃত্তি পরীক্ষায় ৫৪৯জন শিক্ষার্থী অংশ গ্রহন

01এম.জিয়াবুল হক,চকরিয়া ::

চকরিয়া নূরানী মেধাবৃত্তি পরীক্ষা’১৬ ১৭নভেম্বর সকাল ১০টায় চিরিংগা ইসলামিয়া এমদাদুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নূরানী, ১ম, ২য় ও ৩য় শ্রেণির ৫৪৯জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাবৃত্তি পরীক্ষার উপদেষ্টা যথাক্রমে বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক আলহাজ¦ মাওলানা সোহাইব নোমানী, চিরিংগা ইসলামিয়া এমদাদুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা আনোয়ারুল আলম ও দরবেশকাটা মাদরাসার পরিচালক মাওলানা রেজাউল করিম। বৃত্তি পরীক্ষা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৃষ্টপোষক যথাক্রমে চকরিয়া ইকো হোমিও’র মালিক ডা: আবদুল মাবুদ ছিদ্দিকী, কোনাখালী দারুল এরফান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ নুরুল কাদের, কোনাখালী মরংঘোনার বিশিষ্ট সমাজসেবক হাজী রশিদ আহমদ, কাকারা পুলেরছড়া মাদরাসা মারকাজুস সালেহ হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এসএম ইদ্রিছ ও দক্ষিণ কাকারার আলহাজ¦ মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল হক। উল্লেখ্যযে, বিগত ২০০০সাল থেকে চকরিয়া নূরানী মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়ে আসছে।

পরিদর্শনকালে হাজী ইলিয়াছ এমপি বলেন, জনকল্যাণকর এধরণের বৃত্তি পরীক্ষা আয়োজনে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দ্বীন ইসলাম সর্ম্পকে আরো বেশি করে জানার আগ্রহ বাড়ছে। যার কারণে দুনিয়াবী ও আখেরতী কল্যাণ বয়ে আনবে। তিনি বলেন, ভবিষ্যতে যেন আরো বড় পরিসরে আয়োজন করা যায় এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে মান সম্মত পুরস্কারের ব্যবস্থা নেওয়া যায় সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত: