ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া ২৫ বাংলাদেশি

leadঅনলাইন ডেস্ক :::

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ বাংলাদেশি বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহায়তায় বন্দী অবস্থা থেকে মুক্তি লাভের পর তারা আজ দুপুরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। গত বছরের ২৫ অক্টোবর ওই ২৫ বাংলাদেশি চাকুরীর উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়েছিলেন।
আইওএমের ঢাকার জাতীয় কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ শাকিল মনসুর জানান, বাংলাদেশে রামপ্রসাদ নামের ভারতীয় এক নাগরিকের সঙ্গে তাদের পরিচয় হয়। ভালো চাকরি ও বেতনের প্রলোভন দেখিয়ে এই ২৫ জনকে নেওয়া হয় আফগানিস্তানের হেরাত প্রদেশে। সেখানে একটি ইস্পাত কারখানায় চাকরিও দেওয়া হয়। কিন্তু তাদের ভিসার মেয়াদ ছিল মাত্র এক মাস। ভিসা নবায়ন হবে এই ভরসায় কাজ শুরু করেন শ্রমিকেরা। কিন্তু দুই মাস পর ওই কারখানাই বন্ধ হয়ে যায়। পরে তাদের ওই কারখানার ভেতরে আটকে রেখে বিনা বেতনে কাজ করানো হয় বলে তারা অভিযোগ করেন। অবস্থা খারাপ হলে পরিবারগুলো ঢাকায় বাংলাদেশের আফগানিস্তান দূতাবাসে যোগাযোগ করে। পরে পরররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম তাদের উদ্ধার করে নিয়ে আসে।

পাঠকের মতামত: