ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় অগ্নিকান্ডে ফার্ণিচার দোকান ও কারখানা ভস্মিভুত, ২০ লাখ টাকার ক্ষতি

চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ফার্নিসার দোকান ও কারখানার চিত্র।

chakaria-pic-16-11-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি ফার্ণিচারের দোকান ও কারখানা পুড়ে ভস্মীভুত হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। গতকাল বুধবার ভোর রাত তিনটার দিকে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। এ ঘটনায় তৈরী করা ফার্ণিচার ও কাঠ পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক আবদুল খালেক সওদাগর দাবী করেছেন। তবে এ সময় কেউ আহত হয়নি

ক্ষতিগ্রস্থ ফার্ণিচার দোকান ও কারখানা মালিক আবদুর খালেক সওদাগর বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে কর্মচারীরা ভেতরে ঘুমিয়ে পড়েন। ভোররাত তিনটার দিকে হঠাৎ করে দোকানের ভেতর অআগুন ধরে গেলে ঘুমিয়ে থাকা কর্মচারীরা গরম অনুভূব করলে তাঁরা চিৎকার শুরু করেন। এক পর্যায়ে তাঁরা অক্ষত অবস্থায় দোকান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

দোকান মালিক অভিযোগ করেছেন, ঘটনার পর পর খবর দেয়া হলেও অনেকক্ষন পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের লোকজন। এরপর আশপাশে এগিয়ে আসা লোকজনের সহযোগিতায় রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকান্ডের এ ঘটনায় আমার দোকান ও কারখানার প্রায় ২০ লাখ টাকার তৈরী ফার্ণিচার ও মজুদকৃত কাঠ পুড়ে গেছে।

অভিযোগ অস্বীকার করে চকরিয়া ফায়ার ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা জিএম মহিউদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। #

পাঠকের মতামত: