ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় সংবাদ সম্মেলনে মুক্তির দাবি পরিবারের: জাফর আলম কোম্পানী নির্দোষ তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে

jafar-companiবিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

চকরিয়ায় কলেজ ছাত্র মোর্শেদ আলী হত্যাকান্ডে আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক জাফর আলম কোম্পানীকে নির্দোষ দাবী করে মুক্তি চেয়েছেন তার পরিবার। গতকাল ১৬নভেম্বর বিকেলে চকরিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে কতিপয় ভূমিদস্যু ও কুচক্রি মহলের ইন্ধনে জাফর আলম কোম্পানীকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

পরিবারের পক্ষে তার পুত্র আশরাফুল নাঈম বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারকে ব্যবহার করে বরইতলী ইউনিয়নের চাঁন্দের বাপের পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে কলেজ ছাত্র মোর্শেদ আলী হত্যাকান্ডে তার পিতা জাফর আলম কোম্পানীকে গত ১০নভেম্বর সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি হতে অন্যায়ভাবে আটক করা হয়েছে। অথচ ওই ঘটনায় আমার পিতার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আমার পিতা চকরিয়ায় স্বনামধন্য ব্যবসায়ী, দানশীল ও সমাজসেবক হিসেবে সকলের কাছে পরিচিত। একইভাবে আমার দাদা মরহুম আলহাজ¦ মোজাহের আহমদ কোম্পানী চিরিংগা এমদাদুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা, জামে মসজিদ, এতিমখানা-হেফজখানা ও বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান নিজ অর্থায়নে গড়ে তোলেছেন এবং বিনামূল্যে কোটি কোটি টাকার জমিও দান করেছেন। তিনি বলেন, আমার পিতাকে সমাজসেবা থেকে বিরত রাখার জন্য পিবিআই পুলিশকে ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য দিয়ে জেল হাজতে আটক রাখার নাটক সাজিয়েছে। আমার পিতা ব্যবসায়ী হিসেবে বরইতলি ইউনিয়নের মাহমুদ নগর পাহাড়তলী বিভিন্ন স্থানে অনেক জমি-জমা রয়েছে। কতিপয় মহল মোর্শেদ আলী হত্যাকান্ডকে পুঁজি করে এসব জমি দখলে নেওয়ার পায়তারা করছে। আমার পিতাও চান মোর্শেদ হত্যায় জড়িতদের শাস্তি হউক। কিন্তু ওই ঘটনায় জাফর আলমের নামে কোন মামলা হয়নি, তদন্ত কর্মকর্তার চার্জসীটেও নাম আসেনি। এরপরও কথিত মিথ্যা স্বাক্ষী সাজিয়ে তাকে জড়ানোর চেষ্টা করছে। জাফর আলম কোম্পানী ব্যবসার পাশাপাশি চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সদস্য, কক্সবাজার জেলা বঙ্গবন্ধু পরিষদের অর্থ সম্পাদক ও মসজিদ-মাদরাসার দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখে আসছেন। বর্তমানে কারাগারে আটক জাফর কোম্পানী গুরুতর অসুস্থ হওয়ায় বিজ্ঞ আদালতের কাছে নিরপরাধ পিতার মুক্তি চাইলেন পুত্র আশরাফুল নাঈম সহ পরিবারের সদস্যরা।

###############

চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন

বিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র সাংগঠনিক কার্যক্রম তৃণমুল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় চকরিয়া উপজেলা শাখাধীন ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫নভেম্বর’১৬ইং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ও সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির নিন্মোক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৮সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি যথাক্রমে আলহাজ¦ নুরুল ইসলাম মাইজ্যামিয়া, মো: ইয়াকুব সওদাগর, দেলোয়ার হোসেন সওদাগর, আবু আহমেদ সওদাগর, নুর মোহাম্মদ চৌধুরী, হামিদুল হক সিকদার, আজিজুল হক চৌধুরী আজু, শওকত আলী কোম্পানী, মো: আলমগীর সওদাগর, মো: জাহাঙ্গীর সওদাগর, আলহাজ¦ নাজেম উদ্দিন সওদাগর, আলহাজ¦ নুরুল কবির সাবেক মেম্বার, নুরুল আলম সাবেক মেম্বার, আলহাজ¦ আলী হোসেন কোম্পানী, লাল মিয়া সর্দার, মাস্টার জামাল উদ্দিন, নজির আহমদ সওদাগর ও শফিউল আলম । ৭১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির কর্মকর্তারা হলেন; আহবায়ক অধ্যাপক ছাবের আহমদ, যুগ্ম আহবায়ক নজীর আহমদ ও অধ্যাপক কুতুব উদ্দিন, সদস্য সচিব মাস্টার মোস্তাফিজুর রহমান, সদস্য যথাক্রমে নাজেম উদ্দিন, মো: আলী সাবেক মেম্বার, মাস্টার নজীর হোসেন, সিরাজুল হক, মাওলানা মনজুরুল ইসলাম, মোক্তার আহমদ, মাস্টার আবদুল মালেক, নুরুচ ছফা মনু, নুরুল আলম সাবেক মেম্বার, টিপু সোলতান সাবেক মেম্বার, মহসিন চৌধুরী মিন্টু, শামসুল আলম, আবদুস সালাম,ডা: মনজুর আলম, নুরুল আলম, সৈয়দুর রহমান, শফিউল আলম ছিদ্দিকী, মহিউদ্দিন, মাস্টার শামসুল ইসলাম, মাস্টার নুরুল হক, মাহমুদুল হক, আবদুল জাব্বার, আবু তাহের, জসিম উদ্দিন, মো: ইসমাইল, নজির আহমদ, ফজলুল কাদের, জমির উদ্দিন, আক্তার হোসেন, তৌহিদুল করিম সিকদার, আজিজুল হক, জসিম উদ্দিন, দুদু মিয়া, নাছেরুল হক চৌধুরী, সাইফুদ্দিন মো: বাবর, আমিনুল কবির, কামাল উদ্দিন সাবেক মেম্বার, নুরুল আবছার, মাহমুদুর রহমান, লালু মিয়া, মো: কালু, জয়নাল আবদীন, নুরুল আমিন, আবুল কালাম, মনজুর আলম সাবেক মেম্বার, মো: ইউনুছ, আছদ আলী, মোজাহের আহমদ, নুর আহমদ, জাফর আহমদ, নাছির উদ্দিন, নুর হোসেন, নুর হোসেন পন্ডিট, কাসেম আলী, আবু সৈয়দ, মো: বাহাদুর, জালাল উদ্দিন, শামসুল আলম, মো: বাদশা মিয়া, নুরুল আমিন, আবদু শুক্কুর, আবদুর রশিদ, মো: ওসমান, জাফর আহমদ, দুদুমিয়া, আবুল হোসেন আবু, জাকের উল্লাহ।

পাঠকের মতামত: