ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে -পিআইবি’র মহাপরিচালক

img_7479সংবাদ বিজ্ঞপ্তি ::

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহা পরিচালক মো.শাহ আলমগীর বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। পাঠকের আস্থা ধরে রেখে সুশাসন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক সাংবাদিককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।

পিআইবি’র আয়োজনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহযোগীতায় কক্সবাজার জেলার ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য চার দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিককে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে মনোযোগী হতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি নিজেরাও ব্যক্তি উদ্যোগে নিজেদের দক্ষতা অর্জনে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের।

সভা প্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ খুবই উপযোগি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক তথ্য সরবরাহে এ প্রশিক্ষণ সাংবাদিকদের মধ্যে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষনের সার্বিক সমন্বয়নের দায়িত্ব পালন করছেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান ।

পাঠকের মতামত: