ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় নির্মানাধীন ভবনে আগুন

122এম.আলী হোসেন, চকরিয়া:

চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড থানা সেন্টার এলাকার ভরামুহুরী হিন্দু পাড়া সড়কে নির্মানাধীন ৬ তলা বিশিষ্ট ‘পমিলা ভবনে’ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন প্রত্যক্ষদর্শীরা। রবিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে বড় ধরণের ঘটনা না ঘটায় শত কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।বৈদ্যুতি সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে েএলাকাবাসীর ধারণা। ঘটনার শিকার ভবনের মালিক প্রবাসী রতন কুমার নির্মানাধীন ভবনে কর্মরত শ্রমিকদের অসাবধানতা বশতঃ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানিয়েছেন। বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎতের লাইন পরির্দশন করেছেন। স্থানীয় বেশ কজন সচেতন মহল দাবী করেছেন, বিদ্যুতের খুটি যেহেতু দালালেন নামনে সে হেতু দালানটি নির্মাণে একটু সরে তৈরী করলে ভাল হতো। এখন খুটি ঘেষে দালান নির্মাণ করার কারণে ওই ভবনে প্রতিনিয়ত দূর্ঘটনা হতে পারে।

পাঠকের মতামত: