ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আগামী নির্বাচন নিয়ে খালেদার প্রস্তাব আসছে

khaledaঅনলাইন নিউজ ডেস্ক :::

আগামী সাধারণ নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই জাতির সামনে প্রস্তাব উপস্থাপন করবেন। আজ শুক্রবার পৃথক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির দুই নেতা নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। নেতারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে খালেদা জিয়া এ প্রস্তাব হাজির করবেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন ও কমিশনের সাথে যুক্ত যারা, তাদেরকে নিরপেক্ষ হতে হবে। একই সঙ্গে নির্বাচনকালীন সরকারকেও নিরপেক্ষ হতে হবে। তা নাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটা কীভাবে সম্ভব, কোন প্রক্রিয়া করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের নেত্রী জাতির সামনে উপস্থাপন করবেন। এই প্রস্তাব আমাদের দল ও ২০ দলের নেতৃবৃন্দ সবাই মিলে দেয়া হবে। অপরদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির যে অবস্থান কম সময়ের মধ্যে জানতে পারবেন। বাংলাদেশের জনগণের ভোট নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হবে। একটি প্রতিনিধিত্বশীল সরকার, সংসদ গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব বিএনপির পক্ষ থেকে অতিসত্ত্বর দেওয়া হবে।

পাঠকের মতামত: