ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় আদালতের অভিযানে চিংড়িজোনে মৎস্য প্রদর্শনী খামারের ৪৮একর জমি উদ্ধার

fffএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চিংড়িজোনের রামপুর এলাকা থেকে ৪৮ একর আয়তনের সরকারি একটি মৎস্য প্রদর্শনী খামার উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল করিমের নেতৃত্বে আদালত উচ্ছেদ অভিযান চালিয়ে সেখানে লাল পতাকা উচিয়ে দেয়ার মাধ্যমে এ সব জমি দখলমুক্ত করেন। প্রদর্শনী খামারের এসব জমি মৎস্য অধিদপ্তরের মালিকানাধীন। অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোখলেছুর রহমান, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান ও বদরখালী নৌপুলিশ ফাড়ির আইসিসহ সদস্যরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ২০১৩ সালে স্থানীয় একটি সমিতির নামে উপজেলার চিংড়িজোন রামপুর মৌজার প্রদর্শনী খামারটি দখল করে নেওয়া হয়। এসময় দখলে বাঁধা দিলে সমিতির কর্মকর্তারা উচ্চ আদালতে (হাইকোর্টে) একটি রিট আবেদন করেন। পরে রিট আবেদনটি খারিজ হয়ে গেলে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই সম্পত্তি উদ্ধার করেন। তিনি বলেন, অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ নিয়ে সেখানে নির্মান করা একটি খামারবাড়ি উচ্ছেদ করে প্রদর্শনী প্লটের জায়গার চারপাশে লাল পতাকা উচিঁয়ে দেন। দখলমুক্ত ৪৮ একর সরকারি জমিতে আমরা চিংড়ি প্রদর্শনী খামার গড়ে তোলা হবে। #

পাঠকের মতামত: