ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস

tterচকরিয়া অফিস:

চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী চ্যানেল থেকে জব্দ করা পাঁচ হাজার মিটার কারেন্ট ও বিহেন্দী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাহাবুব-উল করিমের উপস্থিতিতে এসব জাল পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোখলেছুর রহমান, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান ও বদরখালী নৌপুলিশের আইসি এসআই মোহাম্মদ ইসমাইল।

মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, সরকারের নির্দেশে সাগরে ইলিশ মাছ আহরণ বন্ধে অভিযানের অংশ হিসেবে বদরখালী-মহেশখালী নৌ চ্যানেল থেকে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পাঠকের মতামত: