ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ার প্রবাসী শিপু হত্যার অন্যতম আসামী রিকন গ্রেফতার

%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a8চকরিয়া অফিস :

কক্সবাজারের চকরিয়ার বদরখালীর প্রবাসী হেলালউদ্দিন শিপু হত্যার অন্যতম কিলার দুর্ধষ শিবির ক্যাডার সোহরাব মোস্তফা রিকন (২৭) কে গ্রেফতার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা জজ কোর্ট এলাকায় গুরাগুরি করার সময় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিকন ওই হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামী ও উপজেলার বদরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম হোছাইন আহমদের পুত্র। সে শিপু হত্যার পরপরই পলাতক ছিলেন।

পারিবারিক সুত্র জানায়, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া গ্রামে ভূমি বিরোধের জের ধরে বিএনপি নেতা ইকবাল বদরীর নেতৃত্বে গত বছরের ৩নভেম্বর প্রবাসী হেলালউদ্দিন শিপুকে হত্যা করে। ওই ঘটনায় শিপুর মা ছকিনা বেগম বাদী হয়ে মাতামুহুরী থানা বিএনপির সভাপতি বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক একেএম ইকবাল বদরীসহ ৩০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতোমধ্যে কয়েকজন আসামী জেলে রয়েছেন। এতোদিন আসামীরা বীদর্পে ঘুরে-বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করেনি। দীর্ঘদিন পর শিপু হত্যার অন্যতম আসামী রিকনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।

নিহত শিপুর মা ছকিনা বেগম জানান, জমির বিরোধ নিয়ে তার ছেলেকে নৃসংশভাবে খুন করে। হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত সোহরাব মোস্তফা রিকন তার পুত্রকে গুলি করেছে। এ মামলার প্রধান আসামী মাতামুহুরী থানা বিএনপির সভাপতি একেএম ইকবাল বদরী নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন। তাদের অব্যাহত হুমকিতে বাদীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ##

পাঠকের মতামত: