ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

লামায় ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

144মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :::

বান্দরবানের লামায় “মানসম্মত প্রাথমিক শিক্ষা; প্রয়োজনে মাতৃভাষায় শিক্ষা” শীর্ষক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও ঢাকা আহ্ছানিয়া মিশন ইউনিক-২ প্রকল্পের লামা এরিয়া অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র কুমার মন্ডল, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ঢাকা আহ্ছানিয়া মিশন ইউনিক-২ প্রকল্পের মাষ্টার ট্রেইনার কামরুল হাসান, এরিয়া ম্যানেজার স্বপন কুমার সাধু সহ শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও সরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাতৃভাষায় শিক্ষাদান আবশ্যক, প্রয়োজন সরকারের সদিচ্ছা। মাতৃভাষায় পাঠদান নিশ্চিত করণে প্রাক প্রাথমিক থেকে ৩য় শ্রেণী পর্যন্ত আদিবাসী শিশুদের জন্য নিজ নিজ পাঠ্যপুস্তক তৈরির মাধ্যমে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে অনুষ্ঠানে উপস্থিত সকলের পক্ষ থেকে প্রস্তাবনা আনা হয়। এসময়  শিক্ষকদের পক্ষ থেকে মূল প্রবন্ধ পাঠ করেন মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত।

পাঠকের মতামত: