ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পঞ্চম শ্রেনীর ছাত্রীর বিয়ে লামায়! প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Protibadগত ২৪ অক্টোরব পূর্বকোণ ও ২৩ অক্টোবর সাঙ্গু পত্রিকায় “পঞ্চম শ্রেনীর ছাত্রীর বিয়ে লামায়!” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা নিন্ম স্বাক্ষরকারী উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদে বান্দরবানের লামায় ফাইতং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীর বিয়ের কথা বলা হলেও তা আদৌ সত্য নয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া আনচারীর মধ্যস্থতায় শিশু কন্যার বিয়ের কথা বলা হলেও তা মিথ্যা ও বানোয়াট। স্থানীয় কিছু বখাটে যুবক প্রায় সময় ওই বিদ্যালয়ে পড়–য়া ছাত্রীদেরকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ইভটিজিংসহ বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ কথা বলে থাকে। ওই ছাত্রীদের অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকারা এর প্রতিবাদ করলে বখাটেরা সংবাদকর্মীদের কাছে মিথ্যা তথ্যদিয়ে একটি কাল্পনিক সংবাদ প্রকাশ করেছে। আমাদের হয়রানী করার জন্য বখাটেরা এসব অপপ্রচার চালাচ্ছে। ওই ছাত্রী নিয়মিত বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। তাই আমরা উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী
সহকারী শিক্ষক জাকারিয়া আনচারীসহ বিদ্যায়ের শিক্ষর্থী ও অভিভাবকবৃন্দ।
ফাইতং, লামা- বান্দরবান।

পাঠকের মতামত: