ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া-লামা-আলীকদম সড়কে দিনদুপুরে ডাকাতি

dakati..চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় সড়কে গাছ ফেলে ব্যারিকেট দিয়ে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে।

২২ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়া-লামা ফাঁসিয়াখালীর রিংভং সেগুন বাগান এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় সশস্ত্র ডাকাতরা চারটি মোটরসাইকেল আরোহীদের কে জিম্মি ও মারধর করে তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন লুটে নেয়।

ডাকাতির খপ্পরে পড়া একটি বেসরকারি কোম্পানির মাঠকর্মী রিয়াজ জানান, তিনি ও তার সহকর্মী জাহেদ এবং অপরিচিত আরও ৪ ব্যক্তি ৪টি মোটরসাইকেলে লামা থেকে চকরিয়া ফিরছিলেন। পথিমধ্যে গাছ পড়ে থাকতে দেখে তারা গাছ সরাতে মোটরসাইকেল থেকে নামেন।

এ সময় সড়কের দু’পাশের জঙ্গল থেকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত তাদের ওপর হামলা চালায়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এক পর্যায়ে ৬টি মোবাইল ফোন ও প্রায় ৬০ হাজার টাকা কেড়ে নেয়।

ফাসিয়াখালীর ইউপি মেম্বার মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত: