ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় গন্যমান্য ব্যক্তিদের সাথে সাবেক সাংসদ ও জেলা চেয়ারম্যান সালাহউদ্দিন মাহমুদের মতবিনিময়

qqজহিরুল আলম সাগর, চকরিয়া ::

চকরিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে গন্যমান্য ব্যক্তি বর্গ ও সমাজের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ। গতকাল ২১অক্টোবর বিকাল ৪টায় বরইতলীস্থ নিজ বাসভবনে উক্ত মতবিনিময় সভা করা হয়। সভায় তিনি বলেন, এলাকার আইনশৃংখলা পরিবেশ সমুন্নত রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতা করা জনগণের একান্ত দায়িত্ব। তিনি বিগত সময়ে প্রশাসনিক দায়িত্বে থাকাকালে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে চাইলে দরকার যোগ্য ও আদর্শিক নেতৃত্ব। যে নেতৃত্বের মাধ্যমে এলাকার স্কুল,কলেজ,মাদরাসা, ধর্মীয় উপসনালয়, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট থেকে শুরু করে সর্বক্ষেত্রে উন্নয়ন সাধন করা যায়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চায় আদর্শ ও যোগ্য নেতৃত্ব। তাই বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সভায় দল,মত নির্বিশেষে সকল স্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যামন জালাল আহমদ সিকদার, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক মো: ছালেকুজ্জামান, শাহিন মুরাদ, শামসুল আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।###

পাঠকের মতামত: