ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মালুমঘাট ডুমখালী গোল্ডকাপ ফুটবলের শিরোপা জিতল স্বাগতিক দল

aaasক্রীড়া প্রতিবেদক :

মালুমঘাটের ঐতিহ্যবাহী ডুমখালী ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত বেলাল উদ্দীন প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শিরোপা জিতেছে ডুমখালী ফুটবল একাদশ। ২১ অক্টোবর বিকেলে দর্শক পরিপূর্ণ মাঠে অনুষ্ঠিত খেলায় ডুমখালী ফুটবল একাদশ ১ মাত্র গোলে প্রতিপক্ষ মিঠাছড়ি ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। বিজয়ী দলের হয়ে অভিজ্ঞ ডিফেন্ডার ছৈয়দ করিম ফ্রি কিক থেকে আলতো হেডে শিরোপা নির্ধারণী গোলটি করেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরিফের দুর পাল্লার দেখার মত শট ডুমখালীর গোল রক্ষক শামিম অবিশ্বাস্য দক্ষতা ঠেকিয়ে দিলে রানার্স আপ ট্রপি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিক মিঠাছড়িকে । এদিকে ম্যাচ শেষে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি , সাংবাদিক এম.আর মাহবুবের সভাপতিত্বে অুনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন। উদ্বোধক ছিলেন মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের সহ-প্রশাসক যোষেফ অমূল্য রায়। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউ.পি মেম্বার সাহাব উদ্দিন, রানীতিবিদ নজির আহমেদ ,মাষ্টার কবির আহমদ, ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ , মো: হাসান, নুরুল আবচার ,জাতীয় ফুটবলার মো: ইব্রাহীমের বাবা মো: ইয়াছিন, নুরুল হক বারেক, সাবেক কৃতি ফুটবলার জয়নাল আবেদীন , নুরুল আনচার ও টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বেলাল উদ্দীন, কামাল উদ্দীন, জিসাদ মিয়া, হেলাল উদ্দিন, রমিজ উদ্দিন, সাইফুল ইসলাম । পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রপি বিতরণ করেন। উল্লেখ্য টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হন রানার্স দলের ফায়সাল, সেরা গোলদাতা একই দলের আরিফ এবং ম্যান অফ দ্যা ফাইনাল বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের ছৈয়দ করিম।

পাঠকের মতামত: