ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খুটাখালীতে বন্য হাতির পদপৃষ্ট হয়ে দিনমজুর নিহত

nihotসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :::

বাচার তাগিদে গহিন বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পদপৃষ্ট হয়ে ৩ সন্তানের জনক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১ টার সময় তার লাশ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গহিন অরন্য কেশখোলা এলাকা থেকে উদ্ধার করে স্থানীয়রা। নিহত দিনমজুরের নাম আব্দু শুক্কুর (৩২)। সে বর্ণিত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুচ্ছিকাটা গ্রামের মৃত মনজুর আলমের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আবদু শুক্কুর বুধবার সকালে লাকড়ি সংগ্রহ করতে গহিন বনে যায়। ঐ দিন সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়েন। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও ঐ পাশ থেকে রিসিভ না হওয়ায় তার কোন হদিস পাওয়া যায়নি। পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে তাকে খুঁজতে গহিন বনে গেলে দুপুর ১ টার সময় কেশখোলা এলাকায় তার মৃত দেহ পাওয়া যায়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও চকরিয়া থানা পুলিশকে অবহিত করেন। স্থানীয় ৬ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: