ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ট্রাম্পের প্রতি ওবামা ঘ্যান ঘ্যান বন্ধ করুন

36440_obama-trumpঅনলাইন ডেস্ক :::

ডনাল্ড ট্রাম্পের অভিযোগের জবাব দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ৮ই নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হবেÑ এমন অভিযোগ করেছেন ট্রাম্প। তার অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন ওবামা। উল্টো তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ঘ্যান ঘ্যান বন্ধ করুন। এখনও যে নির্বাচন হয় নি তা নিয়ে সুনামহানী করার চেষ্টা করছেন ট্রাম্প। এটা অপ্রত্যাশিত। এ সময় তিনি রিপাবলিকান দল থেকে এবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের চাটুকার হিসেবে আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেসব যৌন হয়রানি ও নারীদের নিয়ে যে নোংরা কথা বেরিয়েছে তাতে জরিপে তার সমর্থন নিম্নগামী। এটা বুঝতে পেরে ব্যবসায়ী থেকে রাজনীতিকে পরিণত ডনাল্ড ট্রাম্প ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে জালিয়াতির নির্বাচন হবে বলে অভিযোগ করেছেন। তার এসব অভিযোগের পর মঙ্গলবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সফররত ইলাতির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন বারাক ওবামা। সেখানে তিনি ট্রাম্পের অভিযোগ সম্পর্কে বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি ট্রাম্পকে ঘ্যান ঘ্যান বন্ধ করার পরামর্শ দেবো। তাকে পরামর্শ দেবো ভোট আদায় করার জন্য চেষ্টা করতে। তিনি যেসব কথা বলেছেন তা প্রেসিডেন্ট হতে চান এমন ব্যাক্তি বা নেতৃত্বের কাছ থেকে আসতে পারে না। তা তেমন নেতৃত্ব প্রদর্শন করে না। যখন কোনোকিছু আপনার পক্ষে যাবে না, আপনি যখন পরাজিত হতে থাকবেন তখন অন্যকে দায়ী করা শুরু করবেন! রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি আনুগত্য প্রকাশ করে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সে বিষয়েও কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, এখনও পুতিনের প্রশংসা গেয়ে যাচ্ছেন। তিনি পুতিনের বিষয়ে যে নীতি ও রাজনীতি অবলম্বন করছেন তা অপ্রত্যাশিত। উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে দায়িত্ব হাতে নেয়ার আগেই তিনি রাশিয়া সফরের বিষয়টি বিবেচনা করবেন। তিনি একটি রেডিও অনুষ্ঠানে বলেছেন, যদি আমি ৮ই নভেম্বর বিজয়ী হই তাহলে আমি প্রশাসনিক কাজ শুরুর আগেই পুতিনের সঙ্গে নিজে সাক্ষাত করবো। রাশিয়া যাবো। তার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট বারাক ওবামা ওই মন্তব্য করেছেন। উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ও তৃতীয় সরাসরি টেলিভিশন বিতর্ক হতে যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭ টায় এ বিতর্ক হওয়ার কথা লাস ভেগাসে ইউনিভার্সিটি অব নেভাদায়। সেখানে হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্প মুখোমুখি হবেন। এরই মধ্যে ট্রাম্পের যৌন নির্যাতন ও রগরগে কথাবার্তার টেপ প্রকাশ পাওয়ায় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেক নামকরা রিপাবলিকান। তার মধ্যে উল্লেখযোগ্য মিট রমনি, সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ রিপাবলিকান।

পাঠকের মতামত: