ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে ভিসা প্রতারণায় ব্যবসায়ী আটক

atok,সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা গ্রামে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যবসায়ীকে ১৮ অক্টোবর রাতে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যবসায়ী বর্ণিত এলাকার মোস্তাক আহমদের পুত্র জাফর আলম। তার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় প্রতারণার অভিযোগ এনে একই এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র মুসা বাদী হয়ে মামলা দায়ের করেছে যার নং ৩৪-১৫/১০/১৬।

মামলার এজাহারে প্রকাশ, আটককৃত জাফর আলম ও তার পিতা মোস্তাক আহমদসহ ৪ ব্যক্তি সৌদি আরবের ভিসা বিক্রির প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন যাবত টাকা ফেরত কিংবা সৌদি আরবের ভিসার নামে প্রতারণা করে আসলে মামলার বাদী মুসা স্থানীয় ইউপি মেম্বারের নিকট অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য বিচার শালিসের মাধ্যমে টাকাগুলি ফেরত দিতে সিদ্ধান্ত আকারে প্রকাশ করলে আটক জাফর আলম ৫০ হাজার টাকা ফেরত দেয়। বাকী টাকাগুলির জন্য বারবার আটককৃতের কাছে ধরণা দিলেও উল্টো তাকে হুমকি দেয় বলে অভিযোগে প্রকাশ। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে ঐ ঘটনায় আবারো অভিযোগ দায়ের করলে তাতেও উপস্থিত হয়নি জাফর আলম। অবশেষে কক্সবাজার মডেল থানায় ১৭ অক্টোবর মুসা বাদী হয়ে আটককৃত জাফর আলম, তার পিতা মোস্তাক আহমদ, ভাই নুরুল আলম ও হারুনুর রশিদকে বিবাদী করে নিয়মিত মামলা দায়ের করেন।

পাঠকের মতামত: