ঢাকা,মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মা-ইলিশ রক্ষা কার্যক্রম : কক্সবাজারে তিন হাজার মিটার জাল জব্দ

আতিকুর রহমান মানিক, কক্সবাজার ::::

কক্সবাজারে বি011ভিন্ন প্রকারের তিন হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। চলমান মা-ইলিশ সংরক্ষন কার্যক্রম উপলক্ষে ১৭ অক্টোবর (সোমবার) দুপুরে সদরের চৌফলদন্ডী ব্রীজ পয়েন্ট ও খালের মুখ থেকে এসব জাল জব্দ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরে যৌথ ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরীয় যৌথ টীম উপরোক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় খাল ও মোহনা থেকে ৭টি নিষিদ্ধ কারেন্ট জাল, ৪ টি বড় বেহুন্দি জাল, ১০ টি পোনাজাল ও ৪ টি চরজালসহ ২৫ টি জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য আনুমানিক সাড়ে তিন হাজার মিটার। ভ্রাম্যমান আদালত দেখে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়াত আফরোজ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ অভিযানে নেতৃত্ব দেন। মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কক্সবাজারস্হ ৯ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ও মোবাইল কোর্ট সহকারী সুমন দে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র উপস্হিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দ ও ধ্বংসকৃত জালের মূল্য আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা হবে বলে জানা গেছে। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন আমাদের কক্সবাজার’কে বলেন, জেলার সাগর ও প্রাকৃতিক জলাশয়ের মৎস্যভান্ডার রক্ষার্থে নিষিদ্ধঘোষিত সকল প্রকার জাল জব্দ করতে অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকের মতামত: