ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় প্রতারণা করে ৩০হাজার টাকা লুট, বাড়ি ভাংচুর ও প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবী

chadaবিশেষ প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা বিমানবন্দরপাড়া এলাকার মনছুর আলমের স্ত্রী তসলিমা বেগম (৫০) বাদী হয়ে একই এলাকার মৃত বাচা মিয়ার পুত্র মো: ইউসুফ (৪০) সহ ৬জনের নাম উল্লেখ করে গত ১২অক্টোবর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযোগে বাদী তসলিমা জানিয়েছেন, তার ভাই বিদেশ প্রবাসী হারুন উর রশিদ সম্প্রতি দেশে ফিরে একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু একই এলাকার ইউসুফের নেতৃত্বে অভিযুুক্তরা তার ভাইয়ের কাছ থেকে ২লাখ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দেওয়ায় তার ভাই হারুন সহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, বাদী তসলিমা বেগমের ছেলে আলী হোছন সাগরে থেকে মাছে ব্যবসা করে। ছেলের বিশেষ প্রয়োজনে ৩০হাজার টাকা পাঠাতে হচ্ছে বলে মা তসলিমার কাছে ৩০হাজার টাকা আদায় করে। ছেলে বাড়ি ফিরলে মিথ্যা কথা বলে প্রতারক ইউসুফ ওই টাকা হাতিয়ে নিয়েছে প্রমাণ হওয়ার পর গত ৯অক্টোবর রাত ৯টার দিকে নেওয়া টাকা ফেরৎ খোজেন। এসময় ইউসুফের নেতৃত্বে লাঠিয়াল সন্ত্রাসীরা তসলিমা বেগমকে পিটিয়ে আহত করে। এসময় তার কাছ থেকে ৬০হাজার টাকা মূল্যের দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে এবং বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এনিয়ে থানায় লিখিত এজাহারটি দায়ের করেন। অপরদিকে প্রবাসী হারুন উর রশিদের বাড়ি নির্মাণে বাধা ও ২লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ করেন ওই ইউসুফের বিরুদ্ধে। থানার অফিসার ইনচার্জ ওসি জহিরুল ইসলাম খান পৃথক ঘটনার বিষয়টি আমলে নিয়ে উপপরিদর্শক মাহবুবুর রহমানকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গতকাল ১৫অক্টোবর সন্ধায় ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়েছেন বলে জানাগেছে।##

পাঠকের মতামত: