ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদরাসাসহ দুটি নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চকরিয়া অফিস:
চকরিয়ায় হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদরাসার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে ১কোটি ৯৭লক্ষ টাকা ব্যয়ে ডিজিটাল পদ্ধতিতে বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। ১৩অক্টোবর সকাল ১১টায় ভিডিওকনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আলম এমএ। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ও দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষ নিরাপদে আশ্রয় নিতে এ প্রকল্প বাস্তবায়ন করেছে। শিক্ষাক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে হযরত ফাতিমা বালিকা মাদরাসায় আরো বড় পরিসরে প্রকল্প হাতে নেওয়া হবে। সরকার চায় বিশে^র কাছে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হোক।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম। মাদরাসা গভর্ণিং বডি সভাপতি এম আজিজুর রহিমের সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: কবির হোছাইনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান উল্লাহ, বিএমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, সাংবাদিক আবদুল মজিদ, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (এসআই) মোহাম্মদ ইউনুছ, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ বদিউল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, জসিম উদ্দিন মানিক। ২০১৩ সালে শুরু হয় নির্মাণকাজ, শেষ হয় ২০১৫সালে। অপরদিকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে খুটাখালী কিশালয় বালিকা বিদ্যালয়ে আরো একটি ভবন ভিডিওকনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত: