ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ঈদগাঁওতে সংষর্ষে নারীসহ আহত-৫, এলজি উদ্ধার

gunসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :::

কক্সবাজার সদরের জালালাবাদের মোহনভিলা গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ৭ টা’র দিকে ওই ইউনিয়নের মোহনভিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত নুরুল কবিরের স্ত্রী হাছিনা আক্তার (৪৪), তার ছেলে মেজবাহ উদ্দিন (২৭), একই এলাকার মৃত মাস্টার নুরুল হুদার স্ত্রী নুর নাহার বেগম (৫৫), তার ছেলে জাহেদুল ইসলাম (২২) এবং জাহেদের বোন বেবী (২৮)। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা এলজি উদ্ধার করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনার দিন দুপুরে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি দেবাশীষ সরকারের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় এলজিটি (একনলা দেশে তৈরী বন্দুক) উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। ওয়ার্ড মেম্বার মনজুর আলম এবং আইসি দেবাশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘটিত ঘটনায় মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও আইসি জানান। ওয়ার্ড মেম্বার মনজুর আলম জানিয়েছেন, উল্লেখিত জমি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বিরোধীয় জমিতে নুরুল হুদার ছেলে জাহেদুল ইসলামের নের্তৃত্বে তার অপরাপর ভাইয়েরা ঘর তৈরী করার চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দেয়ায় চেষ্টা করে। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং উল্লেখিতরা আহত হয়।

পাঠকের মতামত: