ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ভারতে হামলার জন্য প্রস্তুত ২৫০ জঙ্গি!

image_167018_0নিউজ  ডেস্ক  :::

নয়া দিল্লি: কাশ্মীর উপত্যকায় এখনো সক্রিয় রয়েছে কমপক্ষে ২৫০ জন জঙ্গি। ভারতের শল্য অভিযান (সার্জিক্যাল স্ট্রাইক)-এর বদলা নিতে যেকোনো সময় তারা হামলা করতে পারে। কেন্দ্রীয় সরকারের কাছে এমনই তথ্য রয়েছে।

এই জঙ্গিরা সার্জিক্যাল স্ট্রাইকের আগেই ভারতে প্রবেশ করেছিল। তারা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের সদস্য।
সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা কর্মীদের উপর হামলার নির্দেশ দেয়া হয়েছে তাদের।

গোপন সূত্রে এখবর জানতে পেরেছে গোয়েন্দা সংস্থা।তারপরেই জম্মু ও কাশ্মীরে মোতায়েন সুরক্ষা বাহিনীকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। জঙ্গিদের সব চেষ্টা ব্যর্থ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
সূত্রের খবর, ভৌগলিক কারণে আন্তর্জাতিক সীমান্ত এলাকার কোথাও কোথাও ফাঁক থেকে গেছে।

এখনো ১০০ জন মতো জঙ্গি ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে খবর। সেইসব জায়গাগুলিতে নজর রাখা হচ্ছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে সেনাবাহিনী, BSF, CRPF এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

পাঠকের মতামত: